প্রিয় ম্যাকগনাগলকে হারালো হ্যারি, ৮৯-এ প্রয়াত অভিনেত্রী

প্রয়াত হ্যারি পটারের হগওয়ার্টসের ইউনিভার্সিটির প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ম্যাগি স্মিথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। শুক্রবার লন্ডনের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।

থিয়েটারের মঞ্চ এবং সিনেমা জগতের একজন মহান ব্যক্তিত্ব ম্যাগি স্মিথ। তিনি কেরিয়ারে দুটি অস্কার পেয়েছেন, একটি ১৯৭০ সালে ‘দ্য প্রাইম অফ মিস জিন ব্রডি’র জন্য এবং দ্বিতীয়টি ১৯৭৯ সালে ‘ক্যালিফোর্নিয়া স্যুট’-এর জন্য। আরও চারটি মনোনয়ন ছিল তাঁর নামে।এদিকে বাফটা পুরস্কারের সংখ্যা আটটি। যদিও হ্যারি পটার সিনেমায় অধ্যাপক মিনার্ভা ম্যাকগোনাগালের জন্য তিনি ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন।

২০২৩ সালের ঠিক অক্টোবর মাসে মারা যান হ্যারি পটারের ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। প্রায় এক বছরের মধ্যে এবার চলে গেলেন প্রফেসর ‘ম্যাকগনাগেল’ ডেম ম্যাগি স্মিথ। লেজেন্ডারি ব্রিটিশ অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারও।

আরও পড়ুন- আইএসএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন সাদা-কালো কোচ?

অভিনেত্রীর দুই ছেলে সংবাদমাধ্যমে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালেও। শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় প্রফেসরকে হারিয়ে নিশ্চয়ই হ্যারি পটারের মনখারাপ। কারণ, এই প্রফেসরদের ছাড়া হ্যারির জাদুনগর ম্যাজিকহীন হয়ে পড়ল।