Saturday, January 17, 2026

এখন অনলাইনে মিলবে রাজ্যের গ্রামীণ শিল্পীদের হস্তশিল্প সামগ্রী

Date:

Share post:

রাজ্যের গ্রামীণ শিল্পীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী এবার দেশ বিদেশের যে কোনও জায়গা থেকে অনলাইনে কেনা যাবে। সৃষ্টিশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের জনপ্রিয় হস্তশিল্প গুলির বিপণন, প্যাকেজিং ও বাজারজাত করণের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য পেশাদার সংস্থার সহায়তায নেওয়া হবে।  পেশাদার সংস্থাকে দিয়েই ধনেখালি তাঁত এবং জামদানি-সহ বাংলার লোকশিল্পীদের তৈরি মোট সাত ধরনের হস্তশিল্প সামগ্রীকে নতুন মোড়কে বাজারে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনলাইন বিপণন ছাড়াও দেশ-বিদেশের বড় বড় বিমানবন্দর এবং রেল স্টেশনে সৃষ্টিশ্রীর আউটলেট খোলা হবে। সেখানে এই সব পণ্যের প্রদর্শনী ও বিপণনের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, হস্তশিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত রাজ্যের কয়েক লক্ষ মানুষ বিশেষ করে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া এই সব শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের ঐতিহ্যকে দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও মাথায় রাখা হয়েছে।

অনলাইনে এইসব জিনিসের অর্ডার করা যাবে। উত্তর দিনাজপুরের ডোকরা, পূর্ব মেদিনীপুরের পটচিত্র, ঝাড়গ্রামের সাবাই ঘাসে তৈরি সামগ্রী, মালদার আম, আচার, আমসত্ত্ব, দার্জিলিংয়ের মোমবাতি, সাবান এবং সুগন্ধী তেল — কী নেই সেই তালিকায়! বিদেশে যে সব বড় বড় প্রদর্শন এবং মেলা হয়, সেখানেও এখন থেকে বাংলার হস্তশিল্পের স্টল দেওয়া হবে।এজন্য সোশ্যাল মিডিয়া এবং বিদেশের টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হবে। আন্তর্জাতিক মানের সামগ্রী তৈরিতে হস্তশিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিপণনের জন্য ‘চেন সিস্টেম’ তৈরি করা হবে। দেশ-বিদেশের নামকরা কয়েকটি বিপণনী সংস্থার সঙ্গেও গাঁটছড়া বাঁধতে চলেছে সরকার।









spot_img

Related articles

আক্রান্ত আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! ফের উত্তপ্ত বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

শুক্রবারের পরে ফের শনিবারও উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। বিহারে আরও এক স্থানীয় পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে...

বেলা বাড়তেই উধাও শীত, বসন্ত পঞ্চমীতে বাড়বে তাপমাত্রা!

সকালের শীত শীত অনুভূতি বেলা বাড়তেই উধাও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে...

দিলীপের জায়গা বঙ্গ বিজেপিতে আবারও অনিশ্চিত! ব্রাত্য মোদির সভা থেকে

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বিশেষ বৈঠক করে ভোটের আগে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি...

টাটার সঙ্গে মোদির দেওয়া-নেওয়া কূট-নীতি! সিঙ্গুরের সভার আগে ফাঁস সাকেতের

মোদি আসছেন সিঙ্গুরে। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতি করতে। গালভরা মিথ্যা প্রতিশ্রুতি আর বাংলার নামে কুৎসা করতে। প্রধানমন্ত্রী মোদির...