অসাবধানতা বশত নিজেরই রিভলভারের গুলিতে আহত বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। তাঁর পায়ে গুলি লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা গুলি বের করে দেন। আপাতত তিনি বিপদমুক্ত (out of danger) বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

মঙ্গলবার ভোরে নিজের লাইসেন্সড বন্দুক (licensed rivolver) আলমারিতে রাখতে গিয়ে আচমকা গুলি বেরিয়ে অভিনেতা গোবিন্দার পায়ে লাগে বলে সূত্র মারফৎ জানা যায়। তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতা তথা শিবসেনা (Shivsena) নেতার হাঁটুর নিচে গুলি লাগে। পরে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়।

মঙ্গলবারই কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অভিনেতার। সেই জন্য বাড়ি থেকে বিমানবন্দরে রওনা দেওয়ার আগেই এই বিপত্তি হয়। তবে তিনি বিপদমুক্ত বলেই হাসপাতাল জানিয়েছে। আপাতত তাঁকে তিন-চার দিন হাসপাতালেই থাকতে হবে।
