Tuesday, December 2, 2025

পুজোর আগেই শুরু উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং, বিজ্ঞপ্তি এসএসসির

Date:

Share post:

মামলার জট কাটলেই শিক্ষক নিয়োগ করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি(SSC)। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল স্কুল সার্ভিস কমিশন। পুজোর আগেই ৩ এবং ৪ অক্টোবর কাউন্সেলিং হবে উচ্চ প্রাথমিকের। পুজোর পরে আরও তিন দফা কাউন্সেলিং হবে বলে বিজ্ঞপ্তিতে(Notice) জানানো হয়েছে।

মেধা তালিকা ঘোষণার এক মাসের মধ্যেই পাঁচ দফা কাউন্সেলিং(Counseling) সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সকাল সাড়ে ১০টা থেকে আচার্যসদনে এই কাউন্সেলিং এর আয়োজন করা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত আসন রয়েছে বলে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে।গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে কাউন্সেলিং শুরু হবে। পুজোর আগে দু’দিন অর্থাৎ ৩ অক্টোবর ও ৪ অক্টোবর কাউন্সেলিং হবে। পুজোর পর ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর, ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবরও নিয়োগ কাউন্সেলিং হবে বিধাননগরে এসএসসি অফিসে।

কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ গত ২৮ অগাস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল, এক মাসের মধ্যে কাউন্সেলিংয়ে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করতে হবে। পরবর্তী এক মাসের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) আগেই জানান, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘদিন মামলার জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ। পুজোর আগে রাজ্য সরকার কথা রেখে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করাতে স্বভাবতই খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে।









spot_img

Related articles

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...