উৎসব হোক উৎসারিত, উৎসব হোক উচ্ছ্বসিত: পুজো উদ্বোধনে প্রার্থনা মমতার

সকলের মঙ্গল কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, উৎসব হোক উৎসারিত, উৎসব হোক উচ্ছ্বসিত। সেই সঙ্গে আশ্বস্ত করেন বৃষ্টিতে ভয়ের কোনও কারণ নেই, কিন্তু সজাগ থাকতে হবে।

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। বুধবার, মহালয়ার দিন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করে উৎসবের উদযাপন বাড়িয়ে তুলেছেন। আজ বৃহস্পতিবারেও কলকাতার একাধিক পুজোমণ্ডপ উদ্বোধনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে প্রথমে তিনি গেলেন উত্তর কলকাতার বিখ্যাত পুজো ‘টালা প্রত্যয়ে’র মণ্ডপে। মন্ডপে তার প্রার্থনা, মা, দুর্যোগ কাটিয়ে দাও। এবছর টালা প্রত্যয়ের পুজোয় কোনও থিম নেই।বৃহস্পতিবার সেখানেই গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে সকলকে পুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেবী দুর্গার কাছে প্রার্থনা জানালেন, উৎসবের মরশুমে দুর্যোগ কেটে যাক।ফের জানিয়ে দিলেন, বাংলাই বিশ্বের সেরা। বাংলা যা পারে, আর কেউ তা পারে না। বৃষ্টি হলেও মাকে বাংলার মানুষের বরণে কোনও খামতি থাকবে না। সকলের মঙ্গল কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, উৎসব হোক উৎসারিত, উৎসব হোক উচ্ছ্বসিত। সেই সঙ্গে আশ্বস্ত করেন বৃষ্টিতে ভয়ের কোনও কারণ নেই, কিন্তু সজাগ থাকতে হবে।

কারণ, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। তার প্রভাবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। শুক্রবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবারও মুখভার থাকতে পারে আকাশের। অথচ এই সময় দর্শনার্থীরা মণ্ডপ দর্শনে বেরিয়ে পড়েন।

টালা প্রত্যয় থেকে মুখ্যমন্ত্রী যান আলিপুর সর্বজনীন।এরপর চেতলায় ‘কোলাহল সর্বজনীন’-এর পুজোর উদ্বোধন করেন মমতা। সেখানে রঙ তুলিতে টান দেন তিনি।ক্যানভাসে তিনি পুজোর পরিবেশ তুলে ধরেন। সেখান থেকে যান ‘বড়িশা ক্লাবে’। আগামিকাল ত্রিধারার মণ্ডপ থেকে ভার্চুয়ালি ৪০০টি পুজোর উদ্বোধন করবেন। এ-ছাড়াও কলকাতা পুলিশের পরিবার আলিপুর বডিগার্ড লাইনে দুর্গাপুজো করেন, সেখান থেকেও বেশ কিছু পুজো উদ্বোধনের কথা রয়েছে তাঁর।