Saturday, May 17, 2025

R G Kar: CBI চার্জশিটে মূল অভিযুক্ত সঞ্জয়ই, “মানুন কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল” পোস্ট কুণালের

Date:

Share post:

CBI-য়ের প্রথম চার্জশিটেই প্রমাণ আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় যাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, সেই সঞ্চয় রাই মূল অভিযুক্ত। সোমবার, শিয়ালদহ আদালতে আর জি কর কাণ্ডে ২১৩ পাতার প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে ২০০ সাক্ষীর বয়ানের ভিত্তিতে সঞ্জয়কেই খুন-ধর্ষণে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। এর পরেই  রাজ্যসভার তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) নিজের এক্স হ্যান্ডেলের লেখেন, ”ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে। হয়ত পরে অন্য নাম জুড়বে। মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল।”

৯ অগাস্ট সকালে আর জি কর মেডিক্যাল কলেজের এমারজেন্সি বিল্ডিংয়ের চেস্ট মেডিসিন বিভাগে তরুণী চিকিৎসক-পড়ুয়ার চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়র সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত যায় সিবিআই-এর কাছে। তদন্তভার হাতে নিয়ে সঞ্জয় রাইকে হেফাজতে নিয়ে জেরা করে CBI। এদিকে তিলোত্তমার ধর্ষণ-খুনকে সামনে রেখে নিজেদের দাবিপূরণের রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা। আর তাতে পিছন থেকে মদত দিচ্ছে বিরোধীরা। সঞ্জয় ধরা পড়ার পরেই এই জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছিলেন, একা সঞ্জয় নয়, সঙ্গে আরও অনেকে জড়িত। এমনকী এটাকে গণধর্ষণ বলেও অভিযোগ করেন অনেকে। কিন্তু শিয়ালদহ আদালতে সিবিআই প্রথম চার্জশিট জমা দিতে দেখা গেল কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে যাকে গ্রেফতার করেছিল সেই মূল অভিযুক্ত। আর সেটা বলতে সিবিআই সময় নিল ৫৮ দিন।

সিবিআইয়ের চার্জশিটেও সেই অভিযুক্তকেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। এর পরেই বিষয়টি নিয়ে পোস্ট করেন কুণাল। বলেন, ”RGKar:
যাঁরা CBI চেয়েছিলেন, দেখুন, মূল ধর্ষণ, খুনের মামলায় তারা শুধু সঞ্জয় রাইয়ের নামে চার্জশিট দিল, যাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত চলুক। ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে। হয়ত পরে অন্য নাম জুড়বে। মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল।”

এই চার্জশিট প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ”সংবাদমাধ্যম থেকে যা তথ্য পেয়েছি, সেই অনুযায়ী এটি একটি প্রাথমিক চার্জশিট। তার ভিত্তিতে এই মুহূর্তে কোনও মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলব। তার পরে এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানাব।”







spot_img

Related articles

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...