Monday, January 12, 2026

সিবিআই-তেও অনাস্থা! গণইস্তফার হুঁশিয়ারি নিয়ে বার্তা নবান্নর

Date:

Share post:

সিবিআই (CBI) তদন্ত চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। আর সেই সিবিআই চার্জশিট (chargesheet) পেশ করার পরেই চরম অসন্তোষ জুনিয়র চিকিৎসক থেকে সব চিকিৎসক মহলে। এবার সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে সিজিও অভিযানে চিকিৎসকরা। অন্যদিকে মঙ্গলবার আর জি করের পরে রাজ্যের আরও দুই মেডিক্যালে গণইস্তফার চিঠিতে সই করলেন সিনিয়র চিকিৎসকরা। রাজ্যের সব হাসপাতাল, মেডিক্যাল কলেজে যাতে পুজোর সময়ে স্বাস্থ্য পরিকাঠামো সচল থাকে, গণইস্তফার মধ্যে সেই বার্তাই দেওয়া হল নবান্নের (Nabanna) তরফে।

সিবিআইয়ের চার্জশিটে ধর্ষণ-খুনের অপরাধী হিসাবে কেন শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম, প্রশ্ন তুলে বুধবারই সিজিও কমপ্লেক্স (CGO complex) অভিযান চিকিৎসকদের। দুপুরে করুণাময়ী (Karunamayee) থেকে সিজিও মিছিল করে যাবেন তাঁরা। মিছিলের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের দাবির কথা জানানোর পরিকল্পনা তাঁদের।

ইতিমধ্যেই আর জি করের চিকিৎসকদের পথ অনুসরণ করে ফের গণইস্তফার কাগজে সই করা শুরু বুধবার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের (North Bengal Medical College) চিকিৎসকরা গণ ইস্তফার সিদ্ধান্ত নেন। আবার মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক থেকে অধ্যাপকরা বুধবার বৈঠক করেন। বৈঠক শেষে গণ ইস্তফার কাগজে সই করা শুরু করেন।

মঙ্গলবার আর জি করে গণ ইস্তফার কাগজে সই করার পরে নবান্ন সূত্রে জানানো হয় কোনও ইস্তফা রাজ্যের কাছে পৌঁছায়নি। সেই সঙ্গে ইস্তফা দিলে তা ব্যক্তিগত ভাবে না দিলে ইস্তফা বলে গৃহীত হবে না। মুখ্যসচিব (Chief Secretary) মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে উৎসবের সময়ে সরকারি হাসপাতালে পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার বার্তা দেন।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...