Friday, November 7, 2025

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ ওমর আবদুল্লার, উপমুখ্যমন্ত্রী সুরিন্দর

Date:

Share post:

কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ফের রাজ্যের তকমা ফিরে পাওয়ার পরে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ওমর আবদুল্লা (Omar Abdullah)। বুধবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশানাল কনফারেন্স সেন্টারে I.N.D.I.A. জোটের সদস্য দলগুলির নেতাদের উপস্থিতিতে ওমরের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। ওমর আবদুল্লার পাশাপাশি শপথ নেন রাজ্যের পাঁচ মন্ত্রীও। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন সুরিন্দর চৌধুরি (Surinder Chaudhury)।

রাজ্যের তকমা ফিরে পাওয়ার লড়াইয়ে বিজেপিকে পর্যুদস্ত করে ন্যাশানাল-কনফারেন্স (National Conference) ও কংগ্রেসের জোট কার্যত উড়িয়ে দেয় বিজেপিকে। ৯০ আসনের বিধানসভায় ৪৮ আসন পায় কংগ্রেস-এনসি জোট। তার মধ্যে সিংহভাগ কৃতিত্ব ওমরের নেতৃত্বের ন্যাশানাল কনফারেন্সের। ৪২ আসনে এনসি একাই জয় পায়। মুখ্যমন্ত্রী পদে ওমরের শপথে তাই কংগ্রেস (Congress) মন্ত্রিসভা থেকে নিজেদের সরিয়ে রাখে। ওমর সহ শপথ নেওয়া ছয় বিধায়কই ন্যাশানাল কনফারেন্সের।

বুধবার ওমর আবদুল্লা ও সুরিন্দর চৌধুরি ছাড়া শপথ নেন সতীশ শর্মা, সাকিনা ইটু, জাভেদ রানা ও জাভেদ দার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। জোটের পক্ষ থেকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব (Akhilesh Yadav), ডিএমকের কে কানিমোঝি (K Kanimojhi), সিপিআইয়ের ডি রাজা (D Raja) উপস্থিত ছিলেন। পাশাপাশি জম্মু ও কাশ্মীর পিডিপির প্রধান মেহবুবা মুফতিও (Mehbooba Mufti) উপস্থিত ছিলেন। ওমরের শপথে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি ২০১৯ সাল থেকে যে অরাজকতা চলছিল, তার অবসান হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ২০০৯ সাল থেকে কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন ওমর আবদুল্লা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণে নাশকতামূলক কাজকর্ম দমনের পাশাপাশি বেকারত্ব নির্মূল করার কাজে জোর দেওয়ার কথা বলেন। কংগ্রেস আপাতত মন্ত্রিসভায় যোগ না দিলেও তাঁদের জন্য মন্ত্রিত্বের জায়গা খালি রাখার বার্তাও দেন তিনি। বুধবার নিজেই গাড়ি চালিয়ে কনফারেন্স সেন্টারে পৌঁছান কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। রাজ্যের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেন ওমর আবদুল্লা।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...