Thursday, August 28, 2025

দীর্ঘ টানাপড়নের পর ১৮ অক্টোবর শুরু উপাচার্য নিয়োগের ইন্টারভিউ

Date:

Share post:

দীর্ঘ প্রক্রিয়ার পর শেষ হয়েছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের কাজ। সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটি সেরা ৫০০ জনকে বেছেছে। এবার সেখান থেকেই ইন্টারভিউর মাধ্যমে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

প্রথম পর্যায়ে আগামী ১৮ অক্টোবর এই পাঁচ শতাধিক আবেদনকারীর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। প্রত্যেকদিন তিনটি করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ইন্টারভিউ হবে। এরপর কালীপুজো এবং ভাইফোটার জন্য কিছুদিন এই প্রক্রিয়া স্থগিত থাকলেও পুনরায় তা শুরু হবে ৬ নভেম্বর থেকে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রায় ২০-র বেশি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইন্টারভিউ প্রক্রিয়ায় প্রথমেই নির্বাচিত হবে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এবং সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের।

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, ৩৬ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদের জন্য প্রায় আড়াই হাজার আবেদন জমা পড়েছিল। সেখান থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে ১৫ জন আবেদনকারীকে চিহ্নিত করে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটি। আবেদনগুলির স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে, অনেকেরই যথাযথ যোগ্যতা ছিল না। আবার অনেকের বয়সও মেলেনি। তাই গ্রহণযোগ্য নয় এমন আবেদন বাদ দিয়ে প্রায় পাঁচ শতাধিক আবেদনকে মঞ্জুর করা হয়েছে। এ বার পাঁচ শতাধিক আবেদনকারীর মধ্যে থেকেই বেছে নেওয়া হবে ৩৬ জনকে।

আরও পড়ুন- শুরু রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি! একশো শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়ন

 

 

spot_img

Related articles

বাংলায় SIR নয়, প্রয়োজনে দিল্লিতে আন্দোলন ছাত্র যুবদের: আতাউল হক

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP foundation day) ঐতিহাসিক ছাত্র সমাবেশে ছাত্রনেতা আতাউল হক বলেন, শুধু কলেজ গেটে...

কোনওদিন কোনও অশুভ শক্তি আমাদের আটকাতে পারেনি: কেন্দ্রকে নিশানা জয়ার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে চলছে বিশেষ সমাবেশ। শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বক্তব্য...

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...