Thursday, November 6, 2025

শিণ্ডে শিবিরে যোগ গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তের! থাকবেন ভোটপ্রচারে

Date:

Share post:

দেশের যাবতীয় অপরাধের শিখরে ফের উঠে আসছে বাণিজ্য নগরী মুম্বই তথা মহারাষ্ট্রের নাম। একদিকে ব্যাঙ্গালুরুতে টাকা দিয়ে বিজেপির টিকিট দেওয়ার নামে প্রতারণায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশির ভাই আশ্রয় নিয়েছিলেন মহারাষ্ট্রের কোলাপুরে। অন্যদিকে ব্যাঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশ (journalist Gauri Lankesh) খুনে অভিযুক্তকেও এবার সাদর গ্রহণ করল শিবসেনার শিণ্ডে শিবির (Shivsena Shinde camp)। অপরাধীর শাস্তি তো দূরের কথা, দেশে আলোড়ন ফেলা হত্যা মামলার অভিযুক্ত এবার হতে চলেছেন এনডিএ (NDA) জোটের ভোট প্রচারের মুখ, খবর সূত্রের।

বিজেপি ও তার সহযোগী এনডিএ (NDA) দলগুলি যে গুণ্ডা রাজনীতির হাত ধরে গোটা দেশে রাজত্ব চালাচ্ছে তার একটি উদাহরণ সম্প্রতি মহারাষ্ট্র পেয়েছে বারবার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) অত্যাচারের মধ্যে দিয়ে। এবার তারা সাক্ষী থাকবে সাংবাদিক হত্যার মূল অপরাধীর কার্যকলাপেরও। সৌজন্য শিবসেনার শিণ্ডে শিবির। রবিবারই সাদরে সেই শ্রীকান্ত পানঘরকরকে (Shrikant Panghar) দলে যোগদান করাল শিণ্ডে শিবির। অর্থাৎ খুনিকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করানোর কারিগর হয়ে রইল মহারাষ্ট্রের শাসকদল।

যদিও আনুষ্ঠানিক যোগদানের পরে পানঘরকরের দাবি তিনি শিবসেনাতেই (Shivsena) ছিলেন। ১৯৯৯ সাল থেকে তিনি শাখা প্রমুখের দায়িত্ব সামলেছেন। তবে দুটি খুন ও অস্ত্র মামলায় অভিযুক্ত হওয়ার কারণে রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। তাঁকে দলে যোগদান করানোর জন্যই ঘটা করে বিজেপি সহযোগী শিবির থেকে সম্প্রতি সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, তাও এদিন স্পষ্ট হয়ে যায়।

হাতে গোনা কয়েকদিন পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে যে কোনও যোগদানই যে ভোটের ময়দানে রাজনৈতিক ফায়দা তোলার জন্য, তা বলার অপেক্ষা রাখে না। পানঘরকরের দাবি তিনি জালনা বিধানসভাকেন্দ্র থেকে ভোটে লড়ার আবেদন করেছিলেন। কিন্তু শরিক দলের মধ্যে আসন রফার জেরে তা সম্ভব হয়নি। এই কেন্দ্রে এমনিতেই বিধায়ক রয়েছেন কংগ্রেসের। তাই তিনি পিছনে থেকে জালনা নির্বাচন ক্ষেত্রের নির্বাচনের প্রধান হিসাবে কাজ করবেন। থাকবেন নির্বাচনী প্রচারেও।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...