সাগরদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দূরে ‘ডানা’, ওড়িশায় দুর্যোগ শুরু! সতর্ক বাংলা

ভোররাতে সুপার সাইক্লোনের (Super cyclone) পরিণত হয়েছে ‘ডানা’ (Dana)। প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উপকূলের দিকে আরও ৯০ কিলোমিটার এগিয়েছে ঘূর্ণিঝড়। IMD জানিয়েছে এই মুহূর্তে, সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে আর পারাদ্বীপ থেকে এটি ২৮০ কিলোমিটার দক্ষিণ- পূর্বে ঘূর্ণিঝড়ের অবস্থান। বৃহস্পতির সকাল থেকেই ওড়িশার (Odisha) একাংশ জুড়ে ঝড়-বৃষ্টি শুরু। এখনও পর্যন্ত এই ঝড়ের যা অভিমুখ তাতে ১২০ কিলোমিটার বেগে ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হবে। সকালে জগন্নাথ মন্দির (Jagannath temple, Puri) খোলা থাকলেও ভিড় প্রায় নেই বললেই চলে। সকাল থেকে পর্যটকশূন্য পুরীর সমুদ্র সৈকত।

 

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে তুমুল বৃষ্টি হবে বাংলায়। সকাল থেকেই উপকূল এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। নোডাল অফিসারের নেতৃত্বে আগামী শনিবার পর্যন্ত প্রতি রাতে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। দিঘা -মন্দারমনি -তাজপুর পুরোপুরি পর্যটক শূন্য করা হয়েছে। সকাল থেকে টহল দিচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, সঙ্গে রয়েছে পুলিশ। মাইকিং করে চলছে জোর প্রচার। সমুদ্রে যাতে কেউ না নামতে পারে সেই দিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। তৈরি রাখা হয়েছে ডাক্তারদের বিশেষ দল। প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সও। সব থেকে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরের। বৃহস্পতিবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি আর দমকা হাওয়া পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়।