ওড়িশায় (Odisha) বিজেপি ক্ষমতায় আসার পর থেকে অপরাধপ্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। পরিযায়ী শ্রমিক থেকে নারী, নিরাপদ নয় কেউ। এবার হবু স্বামীর সামনে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ (gang rape) করা হল এক যুবতীকে। অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হলেও তাতে নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ওড়িশার নয়াগড়ে (Nayagarh) মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় এক যুবক ও তাঁর হবু স্ত্রীকে জোর করে জঙ্গলে টেনে নিয়ে যায় তিন দুষ্কৃতী। এরপর যুবককে ছুরির সামনে ধরে গণধর্ষণ (gang rape) করা হয় যুবতীকে। এক দুষ্কৃতী আবার সেই গোটা ঘটনা ভিডিও (filmed) করে। পরে সেই ভিডিও ভাইরাল (viral) করা হয় সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ২০ অক্টোরব হলেও অভিযোগ শুক্রবার দায়ের হওয়ার পরে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে কীভাবে বা কোথা থেকে ভিডিও ভাইরাল করা হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করার কাজও চলছে বলে দাবি করে ওড়িশা পুলিশ।
