শক্তি হারিয়েও বাংলার জন্য আশঙ্কা তৈরি ‘ডানা’র!

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’ (Dana) স্থলভাগে আছড়ে পড়ার পর থেকেই শক্তি হারাতে শুরু করেছিল। মৌসম ভবন জানিয়েছে ঝড়ের তকমা হারিয়ে রবির সকাল থেকেই কার্যত গুরুত্বহীন হয়ে বর্তমানে নিম্নচাপ রূপে অবস্থান করছে ‘ডানা’ (Dana)। হাওয়া অফিস (Weather Department) বলছে নিম্নচাপ ক্রমাগত মধ্যপ্রদেশ অভিমুখে গেলেও, বঙ্গোপসাগরে থাকাকালীন সে যে পরিমাণ জলীয়বাষ্প সঞ্চয় করেছে তার প্রভাবে বেশ কয়েকটি রাজ্যে এখনও বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে, যার মধ্যে রয়েছে বাংলাও। যদিও আগামী দু-তিন দিন দক্ষিণবঙ্গে যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তার সঙ্গে ডানার পরোক্ষ সম্পর্ক আছে এমনটা অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু এখনই যে বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না তা মোটামুটি ভাবে স্পষ্ট হয়ে গেছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে ডানা ক্ষমতা হারিয়েছে ঠিকই, তবে উত্তর-পূর্ব অসম এবং দক্ষিণ কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। যে কারণে পশ্চিমে ঝঞ্ঝা তৈরি হচ্ছে। যার জেরে হালকা হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গে জেলায় জেলায়।রবিবার শহরের (Kolkata Temperature) সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি, সর্বোচ্চ ৩১ ডিগ্রি পর্যন্ত হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও কমেছে বেশ খানিকটা।ওড়িশা, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, কেরল, অসম-সহ দেশের বিভিন্ন রাজ্যের সোমবার থেকে বৃষ্টি কমলেও পুরোপুরি বর্ষা বিদায় হচ্ছে না।