“বুম বুম” ম্যাজিক টিম ইন্ডিয়াকে ভরাডুবির হাত থেকে রক্ষা করতে পারেনি। বিরাট ইনিংস গড়তে পারেননি কিং কোহলি। ব্যাটে-বলে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ক্রিকেটের হতদরিদ্র ছবিটা দেখিয়ে দিয়েছে নিউজিল্যান্ড সিরিজ। ২-০ তে এগিয়ে রয়েছেন কিউয়িরা। টিম ইন্ডিয়ার মাঠে ব্যর্থতা বদলে দিয়েছে র্যাঙ্কিংয়ের চিত্রটা। বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে কাড়াকাড়ি ছিল দুই ভারতীয় বোলার যশপ্রীত বুমরা (Jashprit Bumrah) এবং রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)মধ্যে। কিন্তু চলতি সিরিজের মাঝেই দুই তারকা বোলার ক্রমতালিকা থেকে ছিটকে গেছেন। শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। ব্যাটারদের মধ্যে যথেষ্ট অবনতি হয়েছে বিরাট কোহলিরও (Virat Kohli)।

লাল বলের ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়ার রেকর্ড রয়েছে রাবাডার দখলে। বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্টে ৯ উইকেট তুলে নিয়ে ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন প্রোটিয়া ক্রিকেটার। বুমরা- অশ্বিনকে টপকে দ্বিতীয় স্থানে অজি পেসার জশ হেজেলউড। তৃতীয় এবং চতুর্থ স্থানে ভারতীয় দুই বোলার রয়েছেন। টেস্টে ব্যাটারদের মধ্যে ৬ ধাপ নেমেছেন কিং কোহলি, পাঁচ ধাপ পতন ঋষভ পন্থের। অবশ্য যশস্বী জয়সওয়াল টেস্ট র্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে উঠে এসেছেন।
