Sunday, May 4, 2025

আরজি কর-কাণ্ডে চার্জ গঠন সোমবার, ধৃত সিভিক ভলান্টিয়ারের বিচার শুরু সময়ের অপেক্ষা

Date:

Share post:

ধৃত সিভিক ভলান্টিয়ারের বিচার শুরুর অপেক্ষা। আরজি কর-কাণ্ডে (rg Kar Case) চার্জ (Charges) গঠন হবে আজ সোমবার। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মামলা চলাকালীন আইনগত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে আজ শিয়ালদহ আদালত।

গত মাসে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) প্রথম চার্জশিট জমা দেয়। যেখানে মূল অভিযুক্ত হিসেবে ওই সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় সিবিআই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের নামও অন্তর্ভুক্ত করেছে।
মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ৮৭ দিন পর, সোমবার সেই মামলায় চার্জ গঠন হবে শিয়ালদহ আদালতে। তা সম্পন্ন হলেই শুরু হবে বিচারপ্রক্রিয়া। প্রসঙ্গত , গত ৯ অগস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই রাতেই কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক থেকে গ্রেফতার হন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশে পরে আরজি কর-কাণ্ডের তদন্তভার পায় সিবিআই। আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার ৫৮ দিন পর গত ৭ অক্টোবর সিবিআই চার্জশিট জমা দিয়েছিল।

সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে যা ধর্ষণ ও খুনের ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে স্পষ্ট। সংগৃহীত সাক্ষ্য, ভিডিও ফুটেজ এবং ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে মোট ১১টি প্রমাণ সিবিআই উপস্থাপন করেছে।








spot_img
spot_img

Related articles

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...