Sunday, August 24, 2025

হাসিনার নামে রেড কর্নার নোটিশ: ইন্টারপোলকে অনুরোধ বাংলাদেশের

Date:

Share post:

আশঙ্কা সত্যি করে ইন্টারপোলকে (Interpol) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) নামে রেড কর্নার নোটিশ (Red Corner Notice) জারির অনুরোধ জানালো বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal) আন্তর্জাতিক সংস্থার কাছে হাসিনার গ্রেফতারির দাবি জানিয়ে রেড কর্নার নোটিশ জারির আবেদন করে। সেই সঙ্গে জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশের গণহত্যায় অভিযুক্ত সব রাজনৈতিক নেতাদের জন্য একই আবেদন ইন্টারপোলের কাছে জানানো হয়েছে বলেও দাবি চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলামের।

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয়ের পরই প্রমাদ গোনা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যেই সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করেছেন হবু মার্কিন রাষ্ট্রপতি। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরে পেয়ে শাস্তি দেওয়ার প্রক্রিয়া কঠিন হবে মহম্মদ ইউনুস (Mohammed Yunus) সরকারের পক্ষে, একথা আন্দাজ করেই তাঁর নামে রেড কর্নার নোটিশ (Red Corner Notice) জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানাবেন বলেই আশঙ্কা করা হচ্ছিল।

প্রবল হাসিনা বিরোধী অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বাংলাদেশের পাঠ্যবই থেকে মুছে ফেলেছে মুজিবের সময়ের ইতিহাস। সেই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আইনের ধারা অনুযায়ী বৈদেশিক ক্ষেত্রে বিচারের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal) রেড কর্নার নোটিশ জারির আবেদন জানায় ইন্টারপোলের (Interpol) কাছে। রবিবারই এই আবেদন জানানো হয়েছে বলে জানান ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর। যেহেতু শেখ হাসিনা দেশ ছেড়েছেন ও বাংলাদেশের এক্তিয়ারের বাইরে চলে গিয়েছেন তাই ইন্টারপোলের সাহায্য নিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি হাসিনার সঙ্গে অভিযুক্ত আরও ৪৬ জনের নামেও একই গণহত্যার গ্রেফতারি পরোয়ানা থাকায় একই অনুরোধ জানানো হয়েছে ইন্টারপোলকে।

spot_img

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...