Monday, January 12, 2026

মেয়াদ বাড়তে পারে জেপিসির! ওয়াকফ নিয়ে প্রবল চাপে মোদি সরকার

Date:

Share post:

বড় রকমের কোনও পরিবর্তন না হলে ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে পিছু হটতে বাধ্য হচ্ছে মোদি সরকার৷ সূত্রের দাবি, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের শুরুতেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধি করতে পারে মোদি সরকার৷

বিরোধী শিবির বিশেষত, তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিবাদ ও বিরোধিতার জেরেই মোদি সরকারের এই সম্ভাব্য পশ্চাদপসারণ, দাবি জানানো হয়েছে সংসদীয় সূত্রে৷ ওয়াকফ সংশোধনী বিলের মত স্পর্শকাতর বিষয়ে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার মত কোনও পদক্ষেপকে তাঁরা মান্যতা দেবেন না, সাফ দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে৷ সরকারি কমিটির রাজ্য সফর বয়কট করেছেন তৃণমূল প্রতিনিধিরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দেখানো পথেই প্রতিবাদে সামিল হয়েছে অন্য বিরোধী দলগুলিও৷

আরও পড়ুন- মণিপুর ইস্যুতে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুলল তৃণমূল

পর্যাপ্ত সময় না নিয়ে কেন তাড়াহুড়ো করে ওয়াকফ বিলকে পর্যালোচনা করা হবে ? প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির৷ তাদের এই আপত্তিকে এড়িয়ে এগোনোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মোদি সরকার৷ এই প্রসঙ্গেই সামনে আসছে অন্য একটি তথ্যও৷ এনডিএ সরকারে শরিক দল টিডিপি প্রবল আপত্তি জানিয়েছে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে৷ টিডিপি এবং বিরোধী শিবির- সরকারের ভিতরে ও বাইরে তৈরি দ্বিমুখী চাপের মুখে পড়েই অবশেষে ওয়াকফ সংশোধনী বিলকে দ্রুত পাস করানোর অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে মোদি সরকার৷ সংসদীয় সূত্রের দাবি, আসন্ন শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মোদি সরকারের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতীকী প্রতিবাদ মিছিলের আয়োজন করতে পারেন বিরোধী শিবিরের সংখ্যালঘু সাংসদরা৷

spot_img

Related articles

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...