ভাতা বৃদ্ধি হল রাজ্য সরকারের (State Government) অধীনস্থ ‘কর্মবন্ধু’-দের। বৃহস্পতিবার, নবান্নের (Nabanna) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, তাঁদের ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি করা হল। এবার থেকে ‘কর্মবন্ধু’রা ৩০০০-এর বদলে মাসে ৫০০০ টাকা করে ভাতা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকেই নয়া হার কার্যকর হচ্ছে। বছর শেষে সুখবরে খুশি ‘কর্মবন্ধু’রা।

এদিন, অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি (Notice) প্রকাশ করে বলা হয়েছে, ২০১৭ সালের ‘কর্মবন্ধু’দের ভাতা বাড়িয়ে ২০১৮ সালে মাসিক ৩০০০ টাকা কর হয়। ৬ বছর পর সেটা বৃদ্ধি করেন ৫ হাজার করা হল। এই পদে কর্মরতরা মূলত সাফাইকর্মী অথবা নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। রাজ্য সরকারের (State Government) অধীন আংশিক সময়ের কাজ।

এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে নয়া ভাতা কাঠামো কার্যকর হচ্ছে। ভাতাবৃদ্ধির এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি হওয়া ‘কর্মবন্ধু’ মহলে।
