আর্থিকভাবে পিছিয়ে পড়া ৬২ লাখ রাজ্যবাসীর পেনশন সরকারি আধিকারিকদের অ্যাকাউন্টে ঢুকেছে, যা নিয়ে হুলস্থুল কেরলে। কীভাবে এতদিন ধরে এই ঘটনা চলছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাদের জন্য পেনশন ধার্য করা হয়েছে, তারা ঠিক মতো পেনশন পাচ্ছেন কিনা তা নিয়ে একটি সমীক্ষা চালাচ্ছিল রাজ্য অর্থ দফতর।তখনই আর্থিক বেনিয়মের ঘটনাটি প্রকাশ্যে আসে।এরপরই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যের ৬২ লাখ মানুষ এই সরকারি পেনশেনের সুবিধা ভোগ করেন। এই শ্রেণির মানুষের জন্য মাসে ১ হাজার ৬০০ টাকা পেনশন বরাদ্দ করা হয়েছে। কিন্তু অর্থ দফতরের অডিট করার সময় দেখা যায়, পেনশেনের সেই টাকা দিব্যি সরকারি কর্মীদের একাংশের অ্যাকাউন্টে ঢুকেছে।যে সব সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পেনশনের ওই টাকা ঢুকেছে, তার সংখ্যা প্রায় ১ হাজার ৫০০।

কে নেই সেই তালিকায়।যাদের অ্যাকাউন্টে পেনশনের টাকা ঢুকেছে সেই তালিকায় সরকারি কলেজের অধ্যাপক, গেজেটেড অফিসারও রয়েছেন। বিষয়টি নিয়ে হুলস্থুল পড়তেই রাজ্যের অর্থমন্ত্রী কেএন বালগোপাল তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যাবস্তা নেওয়ার নির্দেশ দিয়েছেন।


