বাড়ল তাপমাত্রা, শীতের আমেজ সরিয়ে বৃষ্টির ভ্রুকুটি

পূর্ব মেদিনীপুর (East Medinipur), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) ছাড়াও বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার

প্রতীকী ছবি

রাজ্য থেকে ফের শীতের আমেজ কয়েকদিনের জন্য হলেও বিদায় নিচ্ছে। ঘূর্ণিঝড় ফেনজলের (cyclone fengal) প্রভাবে ইতিমধ্যেই তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের চার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। শুক্রবারে বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। যদিও এর অভিমুখ তামিলনাড়ু (Tamilnadu) উপকূল, তবে প্রভাব পড়তে চলেছে বাংলার উপকূলেও।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শুক্রবার ঘূর্ণিঝড় ফেনজলে পরিণত হওয়া সত্ত্বেও তার ল্যান্ড ফল (landfall) হতে চলেছে শনিবার। গতি খুব বেশি না হলেও প্রভাব পড়ছে অনেকটা এলাকা জুড়ে। আর এর প্রভাবেই বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করেছে বাংলার তাপমাত্রাও। রাতে তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি বেড়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বৃষ্টি (rain) হতে পারে দক্ষিণের চার জেলায়। পূর্ব মেদিনীপুর (East Medinipur), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) ছাড়াও বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকাতেও। বৃষ্টির প্রভাব সোমবার পর্যন্ত থাকতে পারে। তবে বৃষ্টির পরিমাণ একেবারেই হালকা থাকার সম্ভাবনা।

ঘূর্ণিঝড় ফেনজলের গুরুতর প্রভাব বাংলায় না পড়লেও তাপমাত্রা নভেম্বরের শেষে বেড়ে যাওয়ায় শীতের আমেজ উধাও। যদিও উত্তরের জেলাগুলিতে দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত কুয়াশার প্রভাব থাকবে। কলকাতার আকাশ থাকবে হালকা মেঘলা। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হলেও শীতের প্রভাব টের পেতে ৯ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।