Sunday, August 24, 2025

আবেগতাড়়িত হয়েই কিছু কথা! দলনেত্রীর ধমকের পরেই শোকজের জবাবে লিখলেন হুমায়ুন

Date:

Share post:

দলবিরোধী মন্তব্যের জন্য তাঁকে শোকজ করেছিল দল। তিনদিনের মধ্যে উত্তর চাওয়া হয়। এই নিয়ে বৃহস্পতিবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রসঙ্গে ধমক দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। এর পরের দিনই শোকজের জবাবে ৩ পাতার চিঠি জমা দিলেন ভরতপুরের বিধায়ক। এদিন বিধানসভার মধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) হাতে চিঠি তুলে দেন তিনি।

সূত্রের খবর, তিন পাতার জবাবি চিঠিতে হুমায়ুন লেখেন, তিনি দলের ক্ষতি চাননি। কেউ আঘাত পেলে তিনি ক্ষমা প্রার্থী। কিন্তু কয়েকটি ক্ষেত্রে অভিযোগ জানানোর পরেও দল পদক্ষেপ না করায় আবেগতাড়়িত হয়ে কিছু কথা বলে ফেলেছিলেন। চিঠি তাঁর কথার ব্যাখ্যাও দেন তিনি।

মঙ্গলবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি তৃণমূল (TMC) সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে মন্ত্রণা দিচ্ছেন। এর পরে বুধবারই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হুমায়ুনকে (Humayun Kabir) শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গে তিনি যে কড়া অবস্থান নিয়েছেন, তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার, তিনি  হুমায়ুনকে বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। ”এত কথা কেন বলো? বেশি বলো না”- মন্তব্য তৃণমূল সভানেত্রীর। এরপরেই জবাব দিলেন হুমায়ুন।








spot_img

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...