একাধিক ভারতীয় পরিচয়পত্র! ধৃত বিএনপি নেতা ইস্যুতে সুর চড়াল তৃণমূল

সীমান্তে ব্যর্থ কেন্দ্র সরকার বিএসএফ (BSF)। দিল্লিতে (Delhi) অমিত শাহর পুলিশ। তাহলে দিল্লি থেকে পাসপোর্ট তৈরি করল কী করে। অন্য রাজ্য, রাজস্থান (Rajasthan) থেকে আধার কার্ড

বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসে ‘ভারতেরই বাসিন্দা’ হয়ে গেলেন কী করে বিএনপি (BNP) নেতা, শনিবার পার্ক স্ট্রিট (Park Street) থেকে সেলিম মাতব্বর গ্রেফতার হওয়ার পর থেকেই প্রকাশ্যে আসছে একের পরে এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা শহরে লুকিয়ে থাকার সুযোগ সেলিম পেয়েছিল দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) বদান্যতায়। দিল্লি (Delhi) থেকেই পেয়েছিল ভারতের পাসপোর্ট (passport)। সেই সঙ্গে রাজস্থান থেকে পেয়েছিল আধার কার্ড (Adhaar card)। কলকাতা পুলিশের তৎপরতায় সেলিম গ্রেফতার না হলে সামনেই আসত না স্বরাষ্ট্র মন্ত্রকের এত বড় ফাঁক। এরপরই দিল্লির বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল।

বাংলাদেশের (Bangladesh) মাদারিপুরের বাসিন্দা সেলিম মাতব্বর দুবছর আগে বিএনপির (BNP) সঙ্গে ঝামেলায় ভারতে চলে আসে। সেখানেও দেখা যায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ইতিহাস রয়েছে সেলিমের। এভাবে অনুপ্রবেশের পরে ফের কেন্দ্রের দিকে তোপ দাগে তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “আন্তর্জাতিক সীমান্ত দেখবে বিএসএফ (BSF)। সেটা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাজ নয়। অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে তার দায় অমিত শাহর (Amit Shah) দফতরের। বাংলার নামে যে কুৎসা করা হচ্ছিল তা অমূলক।”

তবে এই ঘটনায় যেভাবে বাইরের রাজ্য থেকে পরিচয় পত্র তৈরির নজির রেখেছে সেলিম, তাতে কেন্দ্রের সরকারের পাশাপাশি বিজেপি শাসিত রাজস্থানের (Rajasthan) নামও জড়িয়েছে। বিজেপির কুৎসা নিয়ে সুর চড়িয়ে কুণালের দাবি, “এখন দেখা যাচ্ছে তার আধার কার্ডের সঙ্গে অন্য রাজ্য জড়িত। পাসপোর্ট দিল্লি থেকে করিয়েছে। সীমান্তে ব্যর্থ কেন্দ্র সরকার বিএসএফ (BSF)। দিল্লিতে (Delhi) অমিত শাহর পুলিশ। তাহলে দিল্লি থেকে পাসপোর্ট তৈরি করল কী করে। অন্য রাজ্য, রাজস্থান (Rajasthan) থেকে আধার কার্ড তৈরি করিয়েছে। তার অর্থ এই ধরনের দুষ্ট চক্রে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরকে সতর্ক থাকতে হবে। কেন্দ্রীয় সব তদন্তকারী সংস্থার ব্য়র্থতায় মূল সমস্যা তৈরি করছে বিজেপি আর কুৎসা করছে অন্য লোকের নামে।”