বাংলা চলচ্চিত্রের সম্প্রসারণে বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঙালি তথা গোটা দেশের চলচ্চিত্র শিল্পী ও নির্মাতাদের যে সম্মান দিয়ে তিনি বাংলায় আপ্য়ায়ন করেছেন তার সুখ্যাতি বাংলার অতিথিরা প্রতিবারই করেছেন। বাংলার প্রাকৃতিক সম্পদ ও প্রতিভার প্রাচুর্যের সম্ভারকে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (30th KIFF) তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। একদিকে বিশ্বের দরবারে বাংলার জয়গান, অন্যদিকে চলচ্চিত্র নির্মাণে বঙ্গের কর্মসংস্থান নিয়ে নিজেই সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহে (Dhana Dhanya Auditorium) ২০২৪ সালের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ছিল চাঁদের হাট। সেই হাটে বাংলার জয়গান গেয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, পাহাড়-সাগর-নদী-সহ প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলা। ছবি তৈরির জন্য আদর্শ জায়গা রয়েছে বাংলায় (Bengal)। আপনারা এখানে ছবির শ্যুটিং (shooting) করুন। আপনাদের দেশের শিল্পী (artists) ও আমাদের এখানকার শিল্পীরা একসঙ্গে কাজের সুযোগ পাবেন। প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। সবরকম সহযোগিতা পাবেন। বাংলায় আসুন।


মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সিনেমার কোনও সীমারেখা হয় না। এক্ষেত্রে তিনি উল্লেখ করেন, এই পৃথিবী একটাই দেশ। তিনি জানান, এবছর ২১টি দেশের ১৭৫টি ছবি দেখানো হবে। ফোকাস কান্ট্রি (focus country) ফ্রান্স (France)। সেখানকার ২১টি ছবি জায়গা পেয়েছে এই উৎসবে। আর্জেন্টিনা, ফ্রান্স-সহ একাধিক দেশের স্বনামধন্য পরিচালক এবং সিনেমা পার্সোনালিটিদের মুখ্যমন্ত্রীর আবেদন, চলচ্চিত্র উৎসবে ছবি দেখা ও চর্চার পাশাপাশি ঘুরে দেখুন কলকাতাও। ভাল লাগবে আমাদের এই শহর।
