Tuesday, August 26, 2025

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ভারতের তিন, নজর কাড়ছেন পূজা

Date:

Share post:

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ভারতের তিন জন।সম্প্রতি ১০০ জনের একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি। সেখানে সুনিতা উইলিয়ামস, হলিউড অভিনেত্রী স্মরণ স্টোন, নোবেল পুরস্কার জয়ী নাদিয়া মুরাদ-সহ একাধিক বিশিষ্টদের সঙ্গে নাম রয়েছে ভারতের তিন মহিলার। সমাজকর্মী অরুণা রায়, কুস্তিগীর ভিনেশ ফোগাট ও সমাজকর্মী পূজা শর্মার।

ঘটনার সূত্রপাত দু বছর আগে।দিল্লির রাস্তায় ভাইকে নৃশংসভাবে খুন করেছিল আততায়ীরা।সেই দেহ সৎকারে সাহায্যে করেনি কেউই। বুকে একরাশ শোক চেপে একাই দাহ করেছিলেন ভাইকে।এর পর মাত্র ২ বছরে হাজারেরও বেশি অজ্ঞাতপরিচয় মৃতদেহ সম্মানের সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন পূজা শর্মা। ভারতীয় সেই মহিলাকেই এবার সম্মান দিল বিবিসি।

তথ্য অনুযায়ী ১৯৯৬ সালে দিল্লিতে জন্ম ২৮ বছরের পূজার। ভাইয়ের মৃত্যুর পর ২০২২ সালের ১২ মার্চ থেকে বেওয়ারিশ মরদেহ সম্মানের সঙ্গে সৎকারের কাজ শুরু করেন তিনি। ‘ব্রাইট দ্য সোল’ স্বেচ্ছাসেবী সংস্থা চালান তিনি। যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের দেহ সৎকার করা হয়। সোশাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় তিনি।যদিও সহজে এই কাজ করতে পারেন নি তিনি। পুরোহিতদের তরফে তাকে প্রবল বাধার মুখেও পড়তে হয়। কিন্তু লড়াই থেকে পিছিয়ে আসেননি তিনি।

এই তালিকায় রয়েছেন সমাজকর্মী অরুণা রায়। তিনি ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেনের সভাপতি। পাশাপাশি ‘মজদুর কিষান শক্তি’ নামের এক সংগঠনের প্রতিষ্ঠাতা। শ্রমিকদের পর্যাপ্ত বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলা তালিকায় তৃতীয় ভারতীয় ভিনেশ ফোগট।প্যারিস অলিম্পিকে ৫০ কেজির কুস্তি বিভাগে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ওজনের সমস্যায় বাদ পড়েন তিনি। ভিনেশ অলিম্পিকে কুস্তি বিভাগে ফাইনালে ওঠা প্রথম ভারতীয় মহিলা। অলিম্পিক থেকে বিদায়ের পর চলতি বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে লড়াই করেন এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...