ডিসেম্বরের মাঝামাঝি কমলো শীতের (Winter) দাপট। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে বৃষ্টির পূর্বাভাস (Rain )দেওয়া মাত্রই শীতের ইনিংস বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উইকেন্ডে পার্বত্য এলাকায় স্নো ফল হবে। হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারেও দক্ষিণবঙ্গের আট জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়েও বৃষ্টি হবে। আর এর জেরে বাধাপ্রাপ্ত হতে চলেছে ঠান্ডার আমেজ। আংশিক মেঘলা আকাশে আগামী ২৪ ঘণ্টায় দু থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ উর্ধ্বমুখী হতে পারে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কুয়াশা বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার স্বাভাবিকের উপরে রয়েছে। বৃহস্পতিবার থেকে পূবালী হাওয়ার সঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির সম্ভাবনা জোরালো হবে।

–

–

–

–

–

–

–

–

–
