মোবাইল চার্জার ব্যবহার করে পূর্ব বর্ধমানের ভাতার (Bhatar ) এলাকায় দম্পতির মাথায় আঘাত, তারপর শ্বাসরোধ করে খুন। রবীন্দ্রপল্লী এলাকায় অভিজিত যশ ও তাঁর স্ত্রী ছবিরানি যশের মৃত্যুর ঘটনা তদন্তে নেমে মাত্র তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করলো পুলিশ। ধৃতরা হলেন অভিজিতের শ্যালিকার মেয়ে মহুয়া সামন্ত এবং তাঁর দুই ছেলে অরিত্র সামন্ত ও অনিকেত সামন্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী দু’জনকেই মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। দম্পতি নিঃসন্তান ছিলেন, সম্পত্তিগত কারণে এই খুন বলে মনে করা হচ্ছে। বুধবার অভিযুক্তদের কোর্টে তোলা হবে।

–

–

–

–

–

–

–

–

–
