Saturday, May 3, 2025

বাংলাদেশে অস্থিরতায় সতর্ক শাহ, ত্রিপুরায় পরিযায়ীদের পরিচয়পত্রে জোর

Date:

Share post:

বাংলাদেশে ক্ষমতা বদলের পরে অস্থিরতার পরিবেশে বাংলার উপর চাপ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চাপ যে বেড়েছে তা হাড়ে হাড়ে টের পেয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন বহু বাংলাদেশি নাগরিক। এই একই চাপ বেড়েছে ত্রিপুরার (Tripura) উপরও। ফলে এবার ত্রিপুরা সফরে স্থানীয় ব্রু সম্প্রদায়ের (Bru tribals) পরিযায়ী মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সঠিক পরিচয়পত্র রাখার উপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

মিজোরামের (Mijoram) পরিযায়ী আদিবাসী গোষ্ঠী ব্রু সম্প্রদায়কে (Bru tribals) ত্রিপুরায় আশ্রয় দেওয়া হয়েছে। সেখানেই ব্রু জনজাতির ক্যাম্পে তাঁরা নিজেদের সংস্কৃতি ধারণ করে বসবাস করে। ত্রিপুরার পরিযায়ী হিসাবে তাঁদের ভারতীয় নাগরিকত্বের পাশাপাশি সব ধরনের সরকারি সুবিধাও দেওয়া হয়। তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে যেভাবে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের নাগরিক ও জঙ্গিরা ভারতে ঢুকে পড়ছে তাতে সতর্কতা বাড়ানো হয়েছে ত্রিপুরাতেও। স্বরাষ্ট্র মন্ত্রী নিজে ত্রিপুরার আগরতলা (Agartala) ও বাংলার পেট্রাপোল (Petrapole) স্থলবন্দরে সীমান্ত রক্ষী বাহিনীর কাজের সুবিধা ও নজরদারি জোরদার করার জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন।

এবার মিজো জনজাতি ব্রু ক্যাম্প (Bru camp) ঘুরে দেখলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে জনজাতির মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের সচিত্র পরিচয় পত্র, রেশন কার্ড (ration card), আধার কার্ড (Aadhaar card) রাখার উপর জোর দেন। দেশের জনজাতির মানুষের পরিচয়পত্র নিয়ে সমস্যা না থাকলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হলে ত্রিপুরায় তা সহজেই ধরা পড়ার আশা স্বরাষ্ট্র মন্ত্রকের।

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...