বনের রাজা নিজের মনের মতো খাবার আর বাসস্থানের খোঁজ পেয়ে গেছে। রাইকা পাহাড়ের কাছেই তাই নিজের মতো করে জীবনযাত্রা গুছিয়ে নিয়েছে বাঘিনী জিনাত (Tigress Zeenat)। এমনটাই মনে করছেন পাঁচ দিন ধরে হন্যে হয়ে ফাঁদ পেতে থাকা বনদফতরের (Forest Department) কর্মীরা। বড়দিনে কি ‘বাঘবন্দি’ হবে?

মঙ্গলবার বনদফতরের পাতা ফাঁদের খাবার না-খেলেও একটি ছাগল আধখাওয়া অবস্থায় মিলেছে গ্রাম থেকে কিছুটা দূরে। দিনভর বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে রাইকা পাহাড়লাগোয়া এলাকায় বাঘিনির উপর কড়া নজরদারি চালানো হয়। কেন্দাপাড়া, পোপো, রাহামদা গ্রাম জুড়ে বাড়ছে আতঙ্ক। ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ায় (Purulia) নিজের মতো করে থাকতে শুরু করেছে বাঘিনী। রেডিও কলার দিয়ে ট্র্যাক করা গেলেও ধরা যাচ্ছে না তাকে। প্রত্যেক বারই বন দফতরের আধিকারিকদের ঘোল খাইয়ে নিজের খেয়ালে চলছে জিনাত। বড়দিনের সকালেও সে অধরা।

–

–

–

–

–

–

–

–

–
