Saturday, November 8, 2025

ফিউচার গেমিং মামলা: ইডি-কে ডিভাইস ‘পড়তে’ নিষেধ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

তথ্যের অধিকার আইনে আটকে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। স্যান্টিয়াগো মার্টিনের যে একাধিক ইলেক্ট্রনিক ডিভাইস (electronic device) বাজেয়াপ্ত করেছে, তা থেকে তথ্য সংগ্রহ করতে ইডি-র উপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি পঙ্কজ মিথিলের বেঞ্চ এই নির্দেশ দেয়।

একাধিক কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বিভিন্ন সংস্থার ইলেক্ট্রনিক ডিভাইস (electronic device) বাজেয়াপ্ত করা হয়। সেই সব ডিভাইসগুলি সংস্থাগুলির ব্যক্তিগত তথ্য গোপণ রাখার কাজ করে। সেক্ষেত্রে এই সব ডিভাইস থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই সব ডিভাইসের তথ্য পেতে পারে কি না, তা নিয়ে নির্দেশ চেয়ে আবেদন জানায় অ্যামাজন (Amazon), নিউজক্লিক (Newsclick) সহ দুই দুই সংস্থা, যার মধ্যে একটি ফিউচার গেমিং (Future Gaming)। ২০২৩ সালে দিল্লি পুলিশ (Delhi Police) স্যান্টিয়াগো মার্টিনের ফিউচার গেমিং-এর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করেছিল। তার পাল্টা সেই সব ডিভাইসে রাখা তথ্য প্রকাশ করা ‘তথ্য গোপণ রাখার অধিকার’ আইনের পরিপন্থী বলে দাবি করে ফিউচার গেমিং।

একই আবেদন অ্যামাজন, নিউজক্লিকের। পিটিশনাররা তাদের “সংবিধানিক এবং মৌলিক অধিকার, বিশেষ করে গোপনীয়তার অধিকার” রক্ষা করার আবেদন জানিয়েছিলেন। তারা যুক্তি দেন, “ব্যক্তিগত ডিজিটাল ডিভাইসে সঞ্চিত তথ্য অত্যন্ত ব্যক্তিগত এবং এটি ব্যক্তির জীবনের বিষয়ে যেকোনো তথ্য প্রকাশ করে।” সুপ্রিম কোর্টের আদেশে ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা সান্টিয়াগো মার্টিন এবং তার কোম্পানির কর্মচারীদের ইলেকট্রনিক ডিভাইস থেকে তথ্য অ্যাক্সেস বা কপি করতে পারবে না। সেই সঙ্গে পিএমএলএ (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট)-এর অধীনে ইডি-র সমনেও স্থগিত করেছেন, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের ডিজিটাল ডিভাইস থেকে তথ্য বের করার জন্য উপস্থিত হতে বলা হয়েছিল।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...