Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) মেলবোর্নে চলছে বক্সিং ডে টেস্ট। এই টেস্টেও প্রথম ইনিংসে রান পায়নি ভারতীয় ব্যাটাররা। এই টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হন ঋষভ পন্থ। মাত্র ২৮ রান করেন তিনি। আর এরপরই পন্থের ব্যাটিং-এর সমালোচনা শুরু হয়। ভারতীয় উইকেটরক্ষকের আউট হওয়ার ধরন পছন্দ হয়নি ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করেরও। পন্থের ব্যাটিং-এ ক্ষুব্ধ তিনি।

২) মেলবোর্নে চলছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট । তৃতীয় দিন ভারতের হয়ে ব্যাট হাতে দাপট দেখান নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর । এই দুই ব্যাটারের দাপটে ফলো অন থেকে বাঁচে টিম ইন্ডিয়া । যখন একের পর এক ভারতীয় ব্যাটার যখন ব্যাট হাতে ব্যর্থ, ঠিক তখনই শতরান নীতীশের । আর নীতীশের এই খেলায় মুগ্ধ সুন্দর ।

৩) বিজয় হাজারে ট্রফিতে জয়ের দাপট অব্যাহত বাংলার । এদিন বরোদাকে হারাল ৭ উইকেটে । বাংলার হয়ে ব্যাট হাতে দাপট অনুষ্টুপ মজুমদার এবং সুমন্ত গুপ্তা । ৯৯ রানে অপরাজিত অনুষ্টুপ । ৬৯ রানে অপরাজিত সুমন্ত ।

৪) আইএসএল-এ জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল অস্কার ব্রুজোর দল । লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন জিকসন সিং ।

৫) চলছে বর্ডার-গাভাস্কর ট্রফি। এই ম্যাচে অভিষেক হওয়া স্যাম কনস্টাস ব্যাট হাতে দাপট দেখান ।ভারতীয় বোলারদের বোলারদের বলে বলে ব্যাট চালান । বাদ যাননি যশপ্রীত বুমরাহও । তবে বুমরাহ বলছেন প্রথম দু’ওভারের মধ্যেই পাঁচ-ছ’বার তিনি কনস্টাসকে আউট করতে পারতেন।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ