Thursday, December 25, 2025

ক্রিসমাস পালনই ‘অপরাধ’! বিজেপির ওড়িশায় দুই মহিলাকে গাছে বেঁধে ‘শাস্তি’

Date:

Share post:

ওড়িশাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, এমনই হুংকার দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী (Christian) দুই মহিলাকে গাছে বেঁধে অত্যাচার হিন্দু সম্প্রদায়ের নেতাদের। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ওড়িশায় (Odisha) নতুন নয়। ২৩ বছর আগে এখানেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল মিশনারি ধর্মপ্রচারক গ্রাহাম স্টেনকে। নবীন পট্টনায়েক (Naveen Patnaik) সরকারের পতনের পর ওড়িশার ক্ষমতায় বিজেপি আসার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারের ঘটনা ফের বাড়তে শুরু করেছে। এবার ক্রিসমাস পালনের অভিযোগে দুই মহিলাকে শারীরিক নিগ্রহ করতেও পিছপা হলো না হিন্দু সমাজের নেতারা।

২৫ ডিসেম্বর ওড়িশার জাজপুরে (Jajpur) একটি গ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বী মহিলারা ক্রিসমাস পালন করছিলেন। সেই সময় তাদের উপর চড়াও হয় দেবসেনা দলের (Dev Sena group) নেতারা। তারা অভিযোগ করে এলাকায় খ্রিস্টান ধর্মের প্রচার চালাচ্ছিলেন ওই দুই মহিলা। ধর্মীয় প্রচার চালানো মোদি জমানায় যে কত বড় অপরাধ প্রমাণ করলেন ওড়িশার হিন্দু নেতারা। যদিও ধর্মপ্রচারের অভিযোগের কোন প্রমাণ তারা দেখাতে পারেননি।

সম্প্রতি ওড়িশায় পরিযায়ী শ্রমিক (migrant labour) হিসেবে কাজ করতে যাওয়া বাঙালিদের হেনস্থার শিকার হতে হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ার কারণে বাংলাদেশের অনুপ্রবেশকারী বলে তাদের মারধরও করা হয়েছে। ওড়িশায় এবার হিন্দুত্ববাদীদের রোশের শিকার আর এক সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান মহিলারা। ক্রিসমাস ডে এর ঘটনার ভিডিও শনিবার প্রকাশ্যে আসার পর যদিও ওড়িশা প্রশাসন এই নিয়ে কোন পদক্ষেপই নেয়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটিতে (ভিডিও সত্যতা বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যায় দুই মহিলাকে গাছে বাঁধা হয়েছে। তাঁদের মুখে কিছু লেপে দেওয়া হয়েছে। দেবসেনা (Dev sena group) দলের নেতা এক মহিলার হাত ধরে টানছেন এমনও দেখা যায়। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন এই সম্প্রদায়ের মানুষ সমাজের জন্য ক্ষতিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের উপর অত্যাচার করে আবার ওই নেতাই দাবি করেন ওড়িশাকে তারা বাংলাদেশ হতে দেবেন না।

spot_img

Related articles

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক...

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা 'ভ্যানিশ' হয়ে যায় তাহলে বোধহয়...