Sunday, August 24, 2025

মোদি প্রচারসর্বস্ব, ১২ হাজার কোটির বঞ্চনার পর রেশনে কমিশনের বোঝাও চাপাতে চান রাজ্যের কাঁধে

Date:

Share post:

প্রচারসর্বস্ব সরকার চলছে কেন্দ্রে। লাভের গুড় খাবে, কিন্তু কাজ করবে না। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে রাজ্যগুলিকে হকের টাকা দেবে না। সম্প্রতি সংসদে কেন্দ্র জানিয়েছে, তারা রেশন ডিলারদের কমিশনের টাকা দেবে না, তা দিতে হবে রাজ্যকে। এভাবে কেন্দ্র বাড়তি বোঝা চাপাতে চাইছে রাজ্যের উপর। নিজেদের রাজ্যে এক নিয়ম, আর বিরোধী রাজ্যগুলিতে ভিন্ন নিয়মের জাঁতাকল। কেন এমন বিমাতৃসুলভ আচরণ? এই তুঘলকিপনার বিরুদ্ধে সংসদে গর্জে উঠেছিলেন সাংসদ সৌগত রায়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ শানিয়ে ফের একবার নিশানা করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষও।

রেশন ব্যবস্থায় নিজেদের কৃতিত্ব প্রচারে ব্যাগে নরেন্দ্র মোদির ছবি, হোর্ডিং থেকে শুরু করে খবরের কাগজ-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার-ঝড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুধু কৃতিত্ব দাবিতেই ক্ষান্ত। কিন্তু কোনও দায়িত্ব নিতে নারাজ। বছরের পর বছর বাংলাকে বঞ্চনা করে চলেছেন। এখনও ১২ হাজার কোটি প্রাপ্য দেননি। তার উপর অন্যায় চাপ সৃষ্টি করছেন। রেশনের ডিলাররা কমিশন বৃদ্ধির দাবি তুলেছিলেন, তা এখন রাজ্যের উপর চাপাতে চাইছে মোদি সরকার। এবার সংসদের অধিবেশনে সরকারের পক্ষে জানানো হয়েছে, রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি রাজ্য সরকারগুলিকেই করতে হবে। কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইনটি কেন্দ্রের, রাজ্য শুধু কার্যকর করেছে। তাই রেশন ডিলারদের কমিশন কেন্দ্রকেই দিতে হবে। বিভিন্ন রাজ্যের জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা কেন? সারা দেশেই এক ব্যবস্থা চালু থাকুক। আর এই ইস্যুতে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, রাজ্যের প্রাপ্য ১২ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।

কেন্দ্র যদি ডিলারদের কমিশন বৃদ্ধি করে, তার দায় তাদেরই। রাজ্য কেন সেই দায় নিতে যাবে। ২০২১ সালের মার্চে পশ্চিমবঙ্গ কুইন্টাল প্রতি খাদ্যশস্যের জন্য ডিলারদের কমিশন ৭০ থেকে বাড়িয়ে ৯০ টাকা করেছিল। ই-পস যন্ত্র ব্যবহারের জন্য বিশেষ কমিশনও বাড়ানো হয়েছিল ১৭ টাকা থেকে ২১ টাকা। মূল কমিশন খাতে পরিবহণ খরচের অর্ধেক ৪৫ টাকাও কিন্তু রাজ্যই দেয়। এর বাইরেও বাংলার সরকার দুয়ারে রেশন পরিষেবার জন্য ডিলারদের প্রতি কুইন্টালে অতিরিক্ত ৭৫ টাকা কমিশন দেয়। আর ৫ হাজার টাকা বিশেষ অনুদান দেয় দুয়ারে রেশন প্রকল্পটি কার্যকর করার জন্য। কিছু রাজ্যে কুইন্টালে ২০০ টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয়। এদিকে রেশন ডিলারদের সংগঠনের তরফে জানানো হয়েছে, কেন্দ্র কমিশন না বাড়ালে বড় মাপের আন্দোলনে নামবে তারা।

আরও পড়ুন- একবছরে গোটা দেশে বন্ধ হয়েছে প্রায় ২০ হাজার স্কুল! ‘এগিয়ে’ বিজেপিশাসিত ৬ রাজ্য

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...