আরটিজিএস এবং এনইএফটি-র মাধ্যমে কাউকে টাকা পাঠানোর আগে, ওই ব্যক্তির ব্যাঙ্কে নথিবদ্ধ নাম এখন থেকে দেখতে পাবেন প্রেরক। শীঘ্রই এই নিয়ম চালু হয়ে যাবে দেশের সব ব্যাঙ্কে। এখন গুগল পে বা ফোন পে-র মতো ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে এই সুবিধা পাওয়া যায়। অচেনা কোনও নম্বরে বা ইউপিআই আইডিতে টাকা পাঠানোর আগে, কাকে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে প্রেরককে তথ্য দেখিয়ে দেয় ইউপিআই প্ল্যাটফর্ম। মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে গ্রাহকের ব্যাঙ্কে নথিবদ্ধ হওয়া নাম। এ বার থেকে আরটিজিএস এবং এনইএফটি করে কাউকে টাকা পাঠানোর আগেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

এই মর্মে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সব ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। আগামী বছরের এপ্রিলের মধ্যে সব ব্যাঙ্ককে এই ব্যবস্থা চালু করতে হবে। অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপের ক্ষেত্রে এই সুবিধা পাবেন প্রেরকেরা। পাশাপাশি ব্যাঙ্কের শাখায় গিয়ে যদি কেউ আরটিজিএস বা এনইএফটি করতে চান, তা-ও এই সুবিধা দেওয়া হবে তাঁদের। রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য, আর্থিক লেনদেন ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় এই নির্দাশ জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে এই পরিষেবার কারণে প্রেরকেরা যে সুবিধা পান, তা উল্লেখ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরটিজিএস এবং এনইএফটি-র ক্ষেত্রে এই সুবিধা চালু হলে প্রেরকেরা এ ক্ষেত্রেও গ্রাহকের নাম আগে থেকে জানতে পারবেন বলে জানিয়েছে আরবিআই।

–


–

–

–

–

–

–

–

–