Thursday, November 6, 2025

আগামিকাল সিডনিতে হাইভোল্টেজ ম্যাচ, পঞ্চম টেস্টে কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস ? রইল আপডেট

Date:

Share post:

আগামিকাল বর্ডার-গাভাস্কর ট্রফির হাইভোল্টেজ ম্যাচ। সিডনিতে পঞ্চম টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সিরিজে ১-২ ফলাফলে পিছিয়ে টিম ইন্ডিয়া। সিরিজ জেতার আশা শেষ ভারতের। শেষ টেস্টে জিতলে সিরিজে ড্র করবে টিম ইন্ডিয়া। আর সেই সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা কিছুটা বেঁচে থাকবে। কিন্তু ম্যাচ ড্র বা হারলে আর ফাইনাল খেলা হবে না। সবমিলিয়ে সিডনিতে মরণবাঁচন ম্যাচ ভারতের। আর এরই মধ্যে আরও অস্বস্তি। জানা যাচ্ছে, বৃষ্টির ভ্রুকুটি রয়েছে সিডনিতে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিডনিতে। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, টেস্ট ম্যাচের পাঁচ দিন সিডনির তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। খেলা শুরুর দিন অর্থাৎ শুক্রবার সিডনির আকাশ থাকবে মূলত পরিষ্কার। ম্যাচের দ্বিতীয় দিন শনিবার, সিডনির আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। ম্যাচের তৃতীয় দিন সিডনির আকাশে মেঘের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বিকালের পর হালকা বৃষ্টি হতে পারে। ম্যাচের চতুর্থ দিন সোমবার, মেঘাচ্ছন্ন থাকবে সিডনির আকাশ। তবে বিকালের দিকে বৃষ্টি হতে পারে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ দিন আগামী মঙ্গলবার ৭ জানুয়ারি মেঘে ঢাকা থাকবে সিডনি। সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিকে সিডনি পিচ নিয়ে এল বড় আপডেট। কেমন হবে পিচ? এই নিয়ে মুখ খুললেন পিচ প্রস্তুতকারক লুইস। এই নিয়ে লুইস বলেন, ‘‘পিচের সাত মিলিমিটার ঘাস ছেঁটে ফেলা হয়েছে। রোলার ব্যবহার করা হয়েছে। অল্প জলও ছেটানো হয়েছে। পিচ দেখে আমার ভালই লাগছে। এখানে এখন বেশ গরম। চেষ্টা করছি পিচের উপরের অংশের আর্দ্রতা যতটা সম্ভব বজায় রাখার। বৃহস্পতিবার আমরা আর একটু ভারী রোলার ব্যবহার করব। তাতে পিচের রং একটু বদলাবে। শুক্রবার সকালের মধ্যে পিচ খেলার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।“

আরও পড়ুন- ড্রেসিংরুমে বিতর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর, বললেন গুজব

spot_img

Related articles

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...

সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০...

সুপ্রিম কোর্টে শুনানি শেষ না হওয়া পর্যন্ত OBC সংক্রান্ত মামলার শুনানি নয় কলকাতা হাই কোর্টে: নির্দেশ প্রধান বিচারপতির

সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের OBC সংরক্ষণ সংক্রান্ত কোনও মামলার শুনানি...

তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে: ৩১ তম KIFF-এর মঞ্চে আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

”আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও (Cinema)। এর মাধ্যমে এমন মানুষদের...