Monday, November 10, 2025

বড়বাজারে বেপরোয়া বাসের বলি এক, গুরুতর আহত তিন

Date:

Share post:

শহরের রাস্তায় ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য। যার নিট ফল, ১১ দিনের ব্যবধানে কলকাতায় বেঘোরে প্রাণ গেল এক পথচারীর। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বড়বাজারের কলাকার স্ট্রিটে। মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা পথচারীর। পাশাপাশি জখম হয়েছেন আরও তিনজন।

এর আগে, গত বছরের ৩১ ডিসেম্বর তেলেঙ্গাবাগানে দুটি বাসের রেষারেষিতে একজনের প্রাণ গিয়েছিল। সেই দুর্ঘটনার (Bus Accident in Kolkata) রেশ কাটতে না কাটতেই আবার ঘটল এমন এক মর্মান্তিক ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে শিয়ালদহ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস(Bus Accident in Kolkata)। ঠিক সেই সময়, মহাত্মা গান্ধী রোড এবং কলাকার স্ট্রিটের সংযোগস্থলে বাসটির ব্রেক ফেল করে। ব্রেক কাজ না করার কারণে বাসটি রাস্তায় বেঁকে গিয়ে ফুটপাথের রেলিংয়ে ধাক্কা মারে এবং সেখানে হাঁটতে থাকা চার মহিলা পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এদের মধ্যে একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোন কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়।বাকিরা এখনও চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি নতুন ছিল, তবে কেন এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।পুলিশের তৎপরতায় চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে।

 

spot_img

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...