Saturday, January 10, 2026

রেফারিং বিতর্কে ইস্টবেঙ্গলকে পাল্টা জবাব বাগান কোচ মোলিনার

Date:

Share post:

কলকাতার ডার্বি সরেছিল গুয়াহাটিতে, যদিও তাতে ইস্টবেঙ্গলের (EBFC)ভাগ্য বদল হয়নি। ফলাফলেও সেই চেনা ট্র্যাডিশন। আইএসএলের (ISL) ডার্বিতে আরও একবার মোহনবাগানের (MBSG) কাছে হারতে হয়েছে লাল হলুদকে। এরপরই শুরু হয়েছে রেফারিং বিতর্ক। খেলা শেষ হতে না হতেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) কোনও রাখঢাক না করেই বলেন, ‘আপুইয়ার হাত দিয়ে বল আটকানোটা নিশ্চিত পেনাল্টি। মোহনবাগান সুবিধে পেয়েই যাচ্ছে।’পাশাপাশি সৌভিকের দুটো হলুদ কার্ড নিয়েও রেফারির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। মোহনবাগান সচিবের পর এবার পাল্টা জবাব দিলেন জয়ী টিমের কোচ মোলিনা (Jose Francisco Molina)। ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ম্যাচ হেরে অজুহাতে আশ্রয় খুজতে চাইছে অস্কারের দল।

কোচ বনাম কোচের জবাব পাল্টা জবাব এপিসোডটা শুরু হয়েছিল ডার্বি শেষের সাংবাদিক সম্মেলন থেকে। ব্রুজোর সাংবাদিক সম্মেলন শেষ হওয়া মাত্রই সাংবাদিক সম্মেলনে ঢুকে পড়েন মোহনবাগান কোচ মোলিনা। তিনি জবাব দেওয়ার জন্য মোটামুটি তৈরি ছিলেন ।রেফারির সিদ্ধান্তে পক্ষপাতিত্ব খুঁজে পাওয়ার প্রসঙ্গে স্পষ্ট জানালেন, “হেরে গেলে সবাই এরকম অজুহাত দেয়। নতুন কিছু না।’’। শনিবারের ম্যাচে অজস্র সুযোগ নষ্ট করেও ১-০ গোলে জিতেছে সবুজ-মেরুনরা। রেফারির দেওয়া ‘বিশেষ সুযোগ ‘ পেয়েই কি এই জয়? ইস্টবেঙ্গল কোচের অভিযোগ শুনে প্রথমে খানিকটা হেসেছিলেন জোসে। তারপর বলেন, “আপুইয়ার যে পেনাল্টির কথা বলা হচ্ছে, ওই সময় কাছাকাছি জায়গায় আমি ছিলাম। অথচ আমি কিছুই দেখতে পাইনি। উনি (অস্কার) আমার থেকে অনেকটা দূরে ছিলেন। কাছে থেকে আমি দেখতে পেলাম না। দূরে থেকে কীভাবে উনি দেখে ফেললেন?”। অর্থাৎ ইস্টবেঙ্গলের ইটের জবাব পাটকেল দিয়ে দিল মোহনবাগান, ট্রেন্ড চলল মাঠের বাইরেও।

 

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...