Tuesday, November 4, 2025

রেফারিং বিতর্কে ইস্টবেঙ্গলকে পাল্টা জবাব বাগান কোচ মোলিনার

Date:

Share post:

কলকাতার ডার্বি সরেছিল গুয়াহাটিতে, যদিও তাতে ইস্টবেঙ্গলের (EBFC)ভাগ্য বদল হয়নি। ফলাফলেও সেই চেনা ট্র্যাডিশন। আইএসএলের (ISL) ডার্বিতে আরও একবার মোহনবাগানের (MBSG) কাছে হারতে হয়েছে লাল হলুদকে। এরপরই শুরু হয়েছে রেফারিং বিতর্ক। খেলা শেষ হতে না হতেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) কোনও রাখঢাক না করেই বলেন, ‘আপুইয়ার হাত দিয়ে বল আটকানোটা নিশ্চিত পেনাল্টি। মোহনবাগান সুবিধে পেয়েই যাচ্ছে।’পাশাপাশি সৌভিকের দুটো হলুদ কার্ড নিয়েও রেফারির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। মোহনবাগান সচিবের পর এবার পাল্টা জবাব দিলেন জয়ী টিমের কোচ মোলিনা (Jose Francisco Molina)। ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ম্যাচ হেরে অজুহাতে আশ্রয় খুজতে চাইছে অস্কারের দল।

কোচ বনাম কোচের জবাব পাল্টা জবাব এপিসোডটা শুরু হয়েছিল ডার্বি শেষের সাংবাদিক সম্মেলন থেকে। ব্রুজোর সাংবাদিক সম্মেলন শেষ হওয়া মাত্রই সাংবাদিক সম্মেলনে ঢুকে পড়েন মোহনবাগান কোচ মোলিনা। তিনি জবাব দেওয়ার জন্য মোটামুটি তৈরি ছিলেন ।রেফারির সিদ্ধান্তে পক্ষপাতিত্ব খুঁজে পাওয়ার প্রসঙ্গে স্পষ্ট জানালেন, “হেরে গেলে সবাই এরকম অজুহাত দেয়। নতুন কিছু না।’’। শনিবারের ম্যাচে অজস্র সুযোগ নষ্ট করেও ১-০ গোলে জিতেছে সবুজ-মেরুনরা। রেফারির দেওয়া ‘বিশেষ সুযোগ ‘ পেয়েই কি এই জয়? ইস্টবেঙ্গল কোচের অভিযোগ শুনে প্রথমে খানিকটা হেসেছিলেন জোসে। তারপর বলেন, “আপুইয়ার যে পেনাল্টির কথা বলা হচ্ছে, ওই সময় কাছাকাছি জায়গায় আমি ছিলাম। অথচ আমি কিছুই দেখতে পাইনি। উনি (অস্কার) আমার থেকে অনেকটা দূরে ছিলেন। কাছে থেকে আমি দেখতে পেলাম না। দূরে থেকে কীভাবে উনি দেখে ফেললেন?”। অর্থাৎ ইস্টবেঙ্গলের ইটের জবাব পাটকেল দিয়ে দিল মোহনবাগান, ট্রেন্ড চলল মাঠের বাইরেও।

 

 

spot_img

Related articles

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...