Tuesday, November 11, 2025

সিনিয়র ছাড়া রোগী দেখতে পারবেন না জুনিয়র ডাক্তাররা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Midnapore Medical College and Hospital)চিকিৎসকদের গাফিলতিতে প্রসূতি মৃত্যুর ঘটনার পর জুনিয়র ডাক্তারদের রোগী দেখার ক্ষেত্রে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখন থেকে সিনিয়রদের সঙ্গে না নিয়ে জুনিয়র ডাক্তাররা আর রোগী দেখতে যেতে পারবেন না। একই সঙ্গে সিনিয়র ডাক্তাররা যাতে হাসপাতালের রস্টার মেনে আট ঘণ্টা করে ডিউটি করেন সেই দিকেও নজর দেওয়ার কথা জানিয়েছেন মমতা।

বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যালের ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী (CM)। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে, পরিকাঠামো, আসন বৃদ্ধির বিষয়টি দেখার কথা প্রশাসনের। কিন্তু চিকিৎসার বিষয়টি ডাক্তারের উপরই নির্ভর করে। সেটা তিনি বা মুখ্যসচিব বা স্বাস্থ্যসচিব পারবেন না। তাঁর কথায়, ‘‘সরকারি নীতি হল, সরকারি ডাক্তারদের ৮ ঘণ্টা হাসপাতালে উপস্থিত থাকতে হবে। মানুষের স্বাস্থ্য পরিষেবায় যাতে কোন সমস্যা না হয় সেটা দেখাই তাঁদের কাজ। কোনও কোনও রোগীর ক্ষেত্রে এক সেকেন্ডও অপেক্ষা করা যায় না।’’ ঘটনার দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কোনও সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না বলে তদন্তে জানা গেছে। এ জন্য রোগীর পরিবার আঙুল তুললে, তা সহ্যও করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে অন্য একটি ঘটনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়. ‘কোনও এক পপুলার হাসপাতালে এক এডিটর নিউজ হাউজের ভর্তি ছিলেন। চিকিৎসক যোগী ও সিনিয়র এক ডাক্তার দেখছিলেন। আমি দেখতে গিয়েছিলাম। সেখানে গলায় তিন জন স্টেথো ঝুলিয়ে এসে তাকে বললেন আরে আপনার ক্রিয়েটিনিন হাই, আপনাকে ডায়ালিসিস করতে হবে।’ সব না জেনে কমেন্টস করা, ফাইলে লেখা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, চিকিৎসকদের নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব দিলেও, গাফিলতি কোনওভাবেই রেয়াত করা হবে না।এদিন মুখ্যমন্ত্রী বলেন, সিনিয়র ডাক্তারদের কাছে আমার আবেদন, ৮ ঘণ্টা করে ডিউটি যেটা ঠিক করা আছে, তা পালন করতে হবে। আমরা প্রায়ই জানতে পারি, বায়োমেট্রিকে হাজিরা দিয়ে অনেক ডাক্তারই ২ ঘণ্টা থেকে হাসপাতাল ছেড়ে বেরিয়ে চলে যান। অন্যত্র চিকিৎসা করে আবার তাঁরা ফিরে আসেন। সবাই নয়। অনেকেই ভাল কাজ করেন। কিন্তু সরকারি কাজ করব, একই সময়ে প্রাইভেটেও অস্ত্রোপচার করব—এটা হয় না। ৮ ঘণ্টা সময় থাকতেই হবে।’

আরও পড়ুন- ‘সেবাশ্রয়’-এ স্কুল পড়ুয়াদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...