Saturday, December 27, 2025

আবার সেই বিহার! কাউন্সিলর দুলাল সরকার খুনে গ্রেফতার ভাড়াটে খুনি

Date:

Share post:

মালদহের কাউন্সিলর দুলাল সরকার (Dulal Sarkar) খুনে ভিন রাজ্য থেকে গ্রেফতার শুটার মহম্মদ আসরার। ফের একবার বিজেপি ও তার সহযোগী রাজ্যগুলি কীভাবে দুষ্কৃতীদের ডেরা হয়ে উঠেছে তার প্রমাণ মিলল এই গ্রেফতারিতে। ধৃত আসরার বিহারের (Bihar) বাসিন্দা। তাকেই খুনের জন্য ভাড়া করা হয়। ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়ারও অভিযোগ উঠেছিল। ধৃতকে জেরা করে এই ঘটনায় আসল মাথা কারা, তার সন্ধান চালাবে পুলিশ। দুলাল সরকারের মৃত্যুতে জিরো টলারেন্সে তদন্ত ও দোষীদের উপযুক্ত সাজার নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে প্রতিবেশী রাজ্য বিহার যেভাবে দুষ্কৃতীদের মদতদাতা হয়ে উঠেছে, তাতে রাজ্যের পুলিশের কাছে এই ধরনের অপরাধীদের ধরা আরও চ্যালেঞ্জের হয়ে গিয়েছে।

দুলাল সরকার খুনে মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারিকে আগেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। সেই সঙ্গে এলাকার দুষ্কৃতী স্বপন শর্মা, যার সাহায্যে খুনের ঘটনা সহজ করা হয়েছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। সেই সূত্র ধরেই খোঁজ চলছিল গুলি চালানোয় অভিযুক্তদের। পোস্টার ছাপিয়ে তাদের অনুসন্ধানও শুরু করে মালদহ পুলিশ। বৃহস্পতিবার দুলাল সরকারের খুনের ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajiv Kumar, DGP) দ্রুত অপরাধীদের গ্রেফতার করে খুনের মূল রহস্য উদ্ঘাটনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পুলিশকে অপরাধী ধরতে কার্যত খোলা হাতে নির্দেশ দেন তিনি।

পুলিশের দাবি, অন্যতম বন্দুকবাজ (shooter) মহম্মদ আসরার বিহারের বাসিন্দা। দুলাল সরকারের খুনের পরে গা ঢাকা দেয় আসরার। তিন রাজ্যে ঘুরে বেড়াতে থাকে সে। ক্রমশ নিজের অবস্থান বদল করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত বিহারেরই পূর্ণিয়া (Purnia) থেকে তাকে গ্রেফতার করা হয়। এখনও একাধিক অপরাধীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

spot_img

Related articles

‘জনগণমন’ প্রথম গাওয়া হয়েছিল আজকের দিনে, জাতীয় সংগীতকে স্মরণ অভিষেকের

জাতীয় সঙ্গীত হিসেবে রচিত হওয়ার অনেক আগেই 'জনগণ মন অধিনায়ক জয় হে' গানটি রচিত হয়েছিল। কবিগুরুর সেই অমর...

তাপমাত্রার পারদের পতন অব্যাহত, শনিবার মরশুমের শীতলতম দিন

বছর শেষের বাংলা জুড়ে শীতের (Winter) জমাট ব্যাটিং, প্রতিদিনই নামছে তাপমাত্রার (Temparature)পারদ। কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রার পারদ...

শীতের আমেজে মিতিন মাসি স্পেশাল স্ক্রিনিংয়ে তারকা সম্ভার

মহিলা গোয়েন্দা চরিত্র হিসেবে বাঙালি পাঠকের মনে বড় অংশ জুড়ে আজও মিতিন মাসি( Mitin Masi)। আর সেই মিতিনকে...

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ...