Saturday, January 10, 2026

ক্যান্সার চিকিৎসায় নয়া দিগন্ত দেখাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে বাংলায় স্বাস্থ্য বিপ্লব ঘটেছে। তার মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) প্রকল্প নতুন দিগন্তের সূচনা করেছে চিকিৎসা পরিষেবায়। এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে প্রান্তিক মানুষেরাও পাচ্ছেন উন্নতমানের চিকিৎসা। স্বাস্থ্যসাথী প্রকল্প বিপ্লব ঘটিয়েছে দুরারোগ্য ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। ক্যান্সার চিকিৎসায় ৯০ শতাংশের বেশি রোগী রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। গত অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় বাংলার সরকার প্রায় দুই কোটি টাকা ব্যয় করেছে।

স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় প্রতিবছর প্রতিটি পরিবার পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিনা পয়সায় পায়। তা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মানুষের আর্থিক বোঝা কমাতে সাহায্য করে। রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে প্রান্তিক দরিদ্র শ্রেণির মানুষেরাও সময়মতো স্ক্রিনিং করাতে পারেন। তাঁদের মানসম্পন্ন পরিষেবা দিতে রাজ্য সরকারও বদ্ধপরিকর। সরকারের নির্দেশে এই প্রকল্পের আওতায় ক্যান্সারের অস্ত্রোপচার কেবলমাত্র গ্রেড এ বিশেষজ্ঞ হাসপাতালগুলিতে করা হয়। যেখানে বিশেষ অঙ্কলজি পরিষেবা রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে। সেই পরিসংখ্যান বলছে, ২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত ক্যান্সারের চিকিৎসায় ৩৫৮.৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার ফলে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ১.৬ লক্ষের বেশি রোগী উপকৃত হয়েছেন। রাজ্যের প্রায় ২৫টি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষ ইউনিট রয়েছে এবং ৬১ হাসপাতালে কেমোথেরাপি এবং রেডিও থেরাপি-সহ প্রাথমিক সুযোগ-সুবিধা উপলব্ধ রয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্প ক্যান্সার চিকিৎসায় উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছে।

spot_img

Related articles

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...