Friday, May 23, 2025

সিবিআইয়ে আস্থা নেই মৃতার পরিবারের, আজ শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি

Date:

Share post:

কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital)চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণার দুদিনের মাথায়, আজ বুধবার শীর্ষ আদালতে (Supreme Court)স্বতঃপ্রণোদিত এই মামলার শুনানি হতে চলেছে। ডিসেম্বরের শেষের দিকে শেষবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই শুনানি হয়েছিল। সেই সময় আদালত জানায়, জুনের তৃতীয় সপ্তাহে মামলাটি ফের শোনা হবে। তবে সূত্রের খবর, CBI তদন্তে অসন্তোষ প্রকাশ করে মৃত তরুণীর বাবা-মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই সংক্রান্ত শুনানি হবে। সুপ্রিম আদালত (SC ) সূত্রে খবর তালিকায় ৪২ নম্বরে রাখা হয়েছে আরজি কর (RG Kar Medical College and Hospital) মামলা।

শিয়ালদহ কোর্টের (Sealdah Court) রায়ে দোষী সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের সাজার পর প্রথমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে নিম্ন আদালতের শাস্তির প্রসঙ্গ ওঠে কিনা সেদিকে নজর থাকবে। এর পাশাপাশি আদালত কেন আরজি করের (RG Kar Medical College and Hospital) ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ অপরাধ হিসাবে গণ্য করল না তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjib Khanna) এবং বিচারপতি সঞ্জয় কুমারের (Sanjay Kumar) ডিভিশন বেঞ্চে সেসব প্রশ্নও উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এই মামলার তদন্তভার রয়েছে কেন্দ্রীয় সংস্থার হাতে। কিন্তু CBI-এর তদন্তে সন্তুষ্ট নন মৃতার বাবা-মা। সেই কারণেই আরও তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাঁরা। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় একা এই ঘটনায় যুক্ত নন। আরও কেউ কেউ এই নৃশংস ঘটনার নেপথ্যে আছেন। এই অভিযোগ নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আর জি করের মৃতার বাবা-মা। অভয়ার বাবার আশা, সুপ্রিম কোর্টই তাঁদের সঠিক রাস্তা দেখাবে। নতুন করে তদন্ত চাওয়া হয়নি। আরও তদন্ত চাওয়া হয়েছে, দাবি করেছেন তিনি । এদিকে নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট রাজ্য সরকার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছে। বুধবার সেই মামলারও শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...

‘দেশদ্রোহী’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের!

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আর পড়াশুনা করতে পারবেন না বিদেশিরা। নয়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের (Donald...

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা, রাস্তায় আছড়ে পড়ল প্লেন! একাধিকের মৃত্যুর আশঙ্কা

আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে...

প্রযোজক-পরিচালকের অজান্তেই ‘চুরি’ আস্ত বাংলা সিনেমা! অভিযোগ দায়ের লালবাজারে

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment industry) একি কাণ্ড, পরিচালক বা প্রযোজককে না জানিয়ে একটা গোটা বাংলা সিনেমা (Bengali...