Tuesday, November 11, 2025

রঞ্জিতে রোহিতের ব্যাটিং-এ ক্ষুব্ধ গাভাস্কর, বললেন চুক্তি বাঁচানোর জন্য রঞ্জি খেলেছেন রোহিত-যশস্বীরা

Date:

Share post:

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর টিম ইন্ডিয়ার প্রথম সারির ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেটের খেলা বাধ্যতামূলক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মত গত ২৩ জানুয়ারি জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জিট্রফির ম্যাচে নামেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়াররা। তবে খেলতে নামলেও, ব্যাট হাতে ব্যর্থ রোহিত-যশস্বীরা। রোহিত জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৮ রান। আর রোহিতের এই ব্যাটিং-এই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। গাভাস্করের মতে, বার্ষিক চুক্তি বাঁচানোর জন্য রঞ্জি খেলেছেন রোহিতেরা।।

এই নিয়ে এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, “ ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কোচ বলেছিল বলে ভারতীয় ক্রিকেটারেরা রঞ্জিতে খেলতে নেমেছে। ইচ্ছা না থাকলেও হয়তো খেলেছে। গত বার ঈশান কিষাণ এবং শ্রেয়স ঘরোয়া ক্রিকেট না খেলায় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিল। তেমনটা যাতে না হয়, সেই কারণে হয়তো রোহিতেরা রঞ্জি খেলেছে। সেটা ওরা বলতে পারবে।“ রোহিত-যশস্বীর ব্যাটিং-এ ক্ষুব্ধ হলেও , শার্দুল ঠাকুরের খেলায় খুশি গাভাস্কর। তিনি বলেন, “ নীচের দিকে ব্যাট করতে নেমে শুধু শার্দুল ক্রিজে টিকে থাকার মানসিকতা দেখিয়েছিল। দুই ইনিংসেই মুম্বইয়ের ব্যাটারেরা লজ্জায় পড়ত, যদি শার্দুল রান না করত। শার্দুল ঠাকুর এবং তনুষ কোটিয়ান বড় রানের জুটি গড়েছিল। ওরা দেখিয়ে দিয়েছিল কীভাবে ওই পিচে ব্যাট করতে হয়। জম্মু-কাশ্মীর ব্যাটারেরাও সেটা দেখিয়ে দিয়েছিল। খুব সহজেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ওরা।“

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে খেললেও, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা রঞ্জি ম্যাচে খেলবেন না রোহিত-যশস্বীরা। তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন। যদিও ১২ বছর পর দিল্লির হয়ে রঞ্জিট্রফির ম্যাচে নামছেন বিরাট কোহলি।

আরও পড়ুন- দিল্লি দলের সঙ্গে অনুশীলন কোহলির, ফেরালেন রঞ্জিতে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...