Saturday, January 10, 2026

বাবার উপর ‘গোয়েন্দাগিরি’ করেই খুনের ছক নাবালকের! পরকীয়ার তত্ত্ব ওড়াল রাফিয়ার শ্বশুরবাড়ি

Date:

Share post:

ইএম বাইপাসের ধারে তরুণীকে কুপিয়ে খুনের ঘটনায় যে পরকীয়ার তত্ত্ব উঠে আসছিল, তা উড়িয়ে দিল মৃতার শ্বশুরবাড়ি। তাদের মতে, এরকম হতেই পারে না।

বৃহস্পতিবার, রাতে ইএম বাইপাসে (E M Bypass) রোমহর্ষক ঘটনা। গাড়ি নিয়ে ধাওয়া করে এসে ধারালো অস্ত্রের কোপে দেওয়া হয় রাফিয়া শাকিল (Rafiya Shakil) নামে ওই মহিলাকে। আশঙ্কাজনক অবস্থায় NRS হাসপাতালে ভর্তি করা হলে মাঝরাতে তাঁর মৃত্যু হয়। হামলাকারী নাবালক। তার সঙ্গে আরও দুজন ছিলেন। অভিযুক্তের নাম ওয়াসিম আক্রম ও শাহজাদি ফারুখ। তাঁরা পার্ক স্ট্রিট সংলগ্ন কলিন লেনের বাসিন্দা। অভিযোগ ওঠে ওই নাবালকের বাবা ফারুক আনসারির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল রাফিয়ার। ফারুককে ফলো করেই ঘটনাস্থলে পৌঁছন ওই তিনজন। সেখানে তরুণীকে নিয়ে চা খাচ্ছিলেন তিনি। সেখানেই রাফিয়াকে ধরে একের পর এক কোপ মারে ওই নাবালক। তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।

রাফিয়ার সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয়েছিল মোবিন আহমেদের। মোবিনের তুতো বোন রফিয়া। পরিবারের মধ্যেই বিয়ে হয় তাঁদের। তবে, বিবাহবহির্ভূত সম্পর্কের কথা খারিজ করে রাফিয়া শাকিল (Rafiya Shakil) শেখের ভাসুর জানায়, “এমনটা হতেই পারে না।” শ্বশুরবাড়ির লোকেরা জানান, রাজাহাটের নারায়ণপুর এলাকায় স্বামী মোবিন আহমেদের সঙ্গেই থাকতেন রফিয়া। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালই ছিল বলে জানাচ্ছে শ্বশুরবাড়ি। তাঁরা জানাচ্ছেন, রফিয়া এবং মোবিন প্রায়ই একসঙ্গে বার হতেন। রাতে বাইরে খেতেও যেতেন। ঘটনার পর থেকে বিধ্বস্ত মোবিন।
আরও খবর: আদালতের সময়সীমার মধ্যেই মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে ইস্তফা মানসের

রাফিয়ার আরেক ভাসুর মিরাজ জানান, আগে তাঁরা নারকেলডাঙাতেই থাকতেন। পরে উঠে আসেন নারায়ণপুরের বাড়িতে। মোবিনের সঙ্গে রফিয়ার কোনও অশান্তি ছিল না বলেই জানাচ্ছেন মিরাজ। তাঁর কাছে হত্যার কারণ স্পষ্ট নয়।

এদিকে রাফিয়ার সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল ফারুক আনসারির পরিবারে। বিবাহিত রাফিয়ার সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন ফারুকের স্ত্রী শেহেজাদি ও তাঁর নাবালক পুত্র। বাবার ওপর গোয়েন্দাগিরি শুরু করে নাবালক। দু’দিন আগে নাবালক পুত্র এবং স্ত্রী মিলে হত্যার ছক কষতে শুরু করেন বলেন অভিযোগ।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...