Thursday, July 3, 2025

কুম্ভ ইস্যুতে আলোচনায় ভয়! সংসদের দুই কক্ষে বিরোধীদের নোটিশে আলোচনা খারিজ

Date:

Share post:

প্রয়াগরাজের মহাকুম্ভে (Mahakumbh) নজর ছিল গোটা বিশ্বের। আর সেখানে পদপিষ্টের (stampede) ঘটনায় মানুষের মৃত্যুতে মুখ পুড়েছে গোটা দেশের। এই মৃত্যু মিছিল কী নিছক দুর্ঘটনা, নাকি তার পিছনে রয়েছে ষড়যন্ত্র? এই নিয়ে সংসদের উচ্চকক্ষে আলোচনার দাবি জানান বিরোধীদলের সংসদরা। গোটা ঘটনাকে ধামাচাপা দিতে তৎপর কেন্দ্রের সরকার সোমবার পত্রপাঠ বিরোধীদের সেই আলোচনার দাবিকে খারিজ করে দিলেন চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। যোগী সরকারের জনবিরোধী নীতিকে ধামাচাপা দিতে কতটা তৎপর মোদি সরকার, ফের একবার প্রমাণিত হল রাজ্যসভায়।

২৯ জানুয়ারি মধ্যরাতে মহাকুম্ভে পদপিষ্টের (Mahakumbh stampede) ঘটনায় ৩০ জনের মৃত্যুর দাবি করে যোগী প্রশাসন। যদিও বেসরকারি মতে মৃত্যুর সংখ্যাটা ১০০ ছাড়াতে পারে বলে দাবি বিরোধীদের। মৃত্যুর সংখ্যা নিয়ে যোগী প্রশাসনের মিথ্যাচারের মুখোশ খুলে দিতে সচেষ্ট হয় তৃণমূল। এই ইস্যু নিয়ে সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনের আগে প্রথমবার সর্বদল বৈঠকে সরব হন তৃণমূল সাংসদরা। জানানো হয় সোমবার প্রথম অধিবেশনের দিন ২৬৭ ধারায় নোটিশ জমা দিয়ে আলোচনার দাবি জানানো হবে।

সেই মতো সোমবার রাজ্যসভায় (Rajyasabha) তৃণমূলের ডেপুটি লিডার সাগরিকা ঘোষ (Sagarika Ghose) মহাকুম্ভ নিয়ে আলোচনার নোটিশ জমা দেন। তৃণমূলের পথ ধরে আলোচনা নোটিশ দেয় কংগ্রেস, সমাজবাদী পার্টি (SP), আম আদমি পার্টি (AAP) সহ বিরোধী শিবিরগুলি। সোমবার মোট নটি নোটিশ জমা পড়েছিল ২৬৭ ধারায়।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান (Derek O Brien) বলেন, কুম্ভ নিয়ে প্রকৃত সত্য তুলে ধরুন, মৃতের সংখ্যা লুকোবেন না৷ আমাদের রাজ্যে মৃতদেহ পাঠানো হচ্ছে ডেথ সার্টিফিকেট ছাড়াই৷ কেন বিজেপি আসল ঘটনা থেকে পালাতে চাইছে ? কেন রাজ্যসভায় (Rajyasabha) আলোচনা করা হচ্ছে না এই দুর্ঘটনা নিয়ে ? একইরকমভাবে কুম্ভ দুর্ঘটনা নিয়ে বিজেপির মিথ্যাচারের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও৷ যোগী সরকার মৃতদের পরিবারের প্রতি চূড়ান্ত অবহেলা করেছে, তাদের প্রতি সামান্য সহানুভূতি প্রদর্শন করেনি, সাফ জানান কাকলি ঘোষ দস্তিদার৷

একইভাবে লোকসভাতেও (Loksabha) আলোচনার দাবিতে সরব হন বিরোধী সাংসদরা। জিরো আওয়ারে কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানানো হয়। কেন্দ্র সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) স্পষ্টভাবে নরেন্দ্র মোদির স্বৈরাচারী প্রতিনিধিত্ব করে জানিয়ে দেন বিজনেস অ্যাডভাইসরি কমিটি (BAC) কী কী আলোচনা হবে, তা নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেবে।

বিরোধীদের নোটিশ জমার পরই ফের একবার মোদি সরকারের স্বৈরাচারী রূপ বেরিয়ে এল। লোকসভার মতো রাজ্যসভায়ও মহাকুম্ভে পদপিষ্টের (Mahakumbh stampede) ঘটনা নিয়ে আলোচনার সব নোটিশ খারিজ করে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। প্রতিবাদে রাজ্যসভায় সরব হন বিরোধী সাংসদরা। ওয়াক আউট করেন তাঁরা। দ্বিতীয় মোদি সরকার জমানায় যেভাবে বিরোধী সাংসদদের সাসপেন্ড করে বিরোধীদের কন্ঠরোধ করেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান এবারেও আলোচনার দাবি ফিরিয়ে দিয়ে একই পথে জগদীপ ধনকড়।

spot_img

Related articles

হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি-র অভিনব উদ্য়োগ, নিয়ম মেনে চালকরা পেলেন উপহার

কলকাতায় চলছে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার অভিনব কর্মসূচি নিল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড। ওসি সৌভিক চক্রবর্তীর...

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার...

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে...

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল...