সদুত্তর নেই! অভিষেকের লিখিত প্রশ্নের জবাবে বিস্তারিত তথ্য দিতে পারল না মোদি সরকার

গত পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্তে হওয়া দুর্ঘটনায় মোট ৫৩৭২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানানো হল কেন্দ্রীয় সরকারের তরফে৷ ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিলেন কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে৷ তবে এই সময়ের মধ্যে কোন রাজ্যে, কীভাবে শ্রমিক মৃত্যু হয়েছে, তার বিস্তারিত তথ্য দিতে পারেনি মোদি সরকার৷ একই ভাবে সরকারের তরফে জানানো হয়নি রাজ্যভিত্তিক দুর্ঘটনার পরিসংখ্যানও৷

এই প্রসঙ্গেই কেন্দ্রীয় সরকারের দাবি, ১৯২৩ সালের এপ্লয়িজ কমপেনসেশন আইন অনুসারে দুর্ঘটনায় মৃত বা আহত শ্রমিকদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া হয়৷ সংশ্লিষ্ট সব রাজ্য সরকারের (State Government) তরফে এই আইন বলবত্‍ করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী৷ দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের কত টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, সেই বিষয়ে নীরব মোদি সরকার৷

গত বছরের বাজেটে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প শুরুর কথা ঘোষণা করেছিল মোদি সরকার৷ দেশের ৫০০টি নামী সংস্থা তাদের অধীনে ইন্টার্ন হিসেবে নিয়োগ করবে অগণিত বেকার যুবক যুবতীকে, প্রশিক্ষণ দেবে ইন্টার্নশিপ স্টাইপেন্ড-সহ, ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেছিলেন মোদি সরকারের মন্ত্রীরা৷ এই ঘোষণার এক বছর পরে কিন্তু অন্য ছবি দেখা যাচ্ছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahuya Moitra)-সহ আরও বেশ কয়েকজন সাংসদ লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন এই প্রকল্পের হাল হকিকত কী? তাঁদের প্রশ্নের জবাবে এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা জানান, গত বছরের ৩ অক্টোবর একটি পাইলট প্রকল্প শুরু করেছে মোদি সরকার, যেখানে চলতি বছরের ৩১ মার্চের মধ্যে ১ লক্ষ ২৫ হাজার লোককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে৷ এই ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ১ লক্ষ ৮১ হাজার প্রার্থীর থেকে মোট ৬ লক্ষ ২১ হাজার আবেদন এসেছে৷ কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এর মধ্যে ২৮১৪১ জন প্রার্থী ইন্টার্নশিপ অফার গ্রহণ করেছে৷

আরও পড়ুন- উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ মণ্ডপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_