সরস্বতী পুজোর দিন দত্তপুকুরে (Duttapukur) বিবস্ত্র অবস্থায় চাষের জমি থেকে উদ্ধার হয় এক যুবকের মুণ্ডহীন রক্তাক্ত দেহ। পরিচয় জানতে মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী খালে ডুবুরি নামিয়ে কাটা মুণ্ডু খোঁজার কাজ চলছে। বারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) ১০ সদস্যের টিম সেখানে পৌঁছেছে। সকালে এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার। এখনও নিহতের পরিচয় যারা যায়নি।

সোমবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়া এলাকায় এই দেহ উদ্ধারের পর দেখা যায় যুবকের শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। শুধু তাই নয়, মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টাও হয়েছিল। শরীরেও একাধিক জায়গায় পোড়ার দাগ রয়েছে। নিখোঁজ মুণ্ডের খোঁজে ওই এলাকায় পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। সোমবার রাত পর্যন্ত মৃতের কাঁটা মাথা উদ্ধার না হওয়ায়, এদিন সকাল ফের বিশেষ ডুবুরি এনে খালের জলে নামিয়ে তল্লাশি চলছে।

–

–

–

–

–

–

–

–

–

–
