Sunday, January 11, 2026

বিহারে ‘হ্যাঁ’ বাংলায় ‘না’! বাজেটে বঞ্চনা সত্ত্বেও রাজ্যের সাফল্য তুলে ধরলেন অভিষেক

Date:

Share post:

২০২৫ কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশের সময় আচমকা নির্বাচনমুখি বিহারের জন্য ঢালাও ঘোষণা করে ‘তাক’ লাগিয়ে দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। যেখানে বাজেটের দিকে প্রতি বছর তাকিয়ে থাকে প্রতিটি রাজ্য সেখানে শুধুমাত্র বিহারকে (Bihar) বরাদ্দ দেওয়ায় কেন্দ্রের অর্ধ-যুক্তরাষ্ট্রীয় নীতির তীব্র বিরোধিতা লোকসভায় দাঁড়িয়ে করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে জোটসঙ্গীর বিহারে উদারহস্ত, অন্যদিকে বাংলাকে বঞ্চনার বিরোধিতায় সরব হন সাংসদ। সেই সঙ্গে কেন্দ্রের কোনও পরোয়া না করেই কীভাবে বাংলার সরকার বাংলার মানুষের জন্য উন্নয়নের কাজ করে চলেছেন, তার পরিসংখ্যানও তুলে ধরেন অভিষেক।

মোদি সরকারের বাজেট নীতিতে অর্ধ-যুক্তরাষ্ট্রীয় নীতি ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বলেন, বিহারে (Bihar) জেডিইউ-এর (JDU) ১২ জন সাংসদ, অর্থাৎ বিজেপির (BJP) ১২ সাংসদ রয়েছে। বাংলাতেও বিজেপির ১২ জন সাংসদ। বিহারে বিজেপি ক্ষমতায়, বাংলায় বিজেপির ক্ষমতা নেই। তার জন্য বাংলাকে বঞ্চনা ও বিহারের শ্রীবৃদ্ধি।

যেখানে বিহারকে ঢালাও ঘোষণা, সেখানে প্রতিবেশী বাংলার জন্য কোনও বরাদ্দ নেই বাজেটে। লোকসভায় দাঁড়িয়ে এই বাজেটকে বাংলা-বিরোধী বাজেট বলে দাবি করেন অভিষেক। তিনি পরিসংখ্যান তুলে ধরেন, বিভিন্ন প্রকল্পের খাতে বাংলায় ১.৭ লক্ষ কোটি বকেয়া কেন্দ্রের কাছে। তারপরেও বাজেটে কোনও বরাদ্দ হল না বাংলার জন্য। এটা ইচ্ছাকৃত বঞ্চনা বাংলার প্রতি, বাংলার উন্নয়নের বৃদ্ধির হারকে নিচের দিকে টেনে ধরার জন্য, দাবি অভিষেকের।

যদিও সেখানেই লোকসভায় অভিষেক তথ্য তুলে বাংলার ক্ষমতা ও ইচ্ছাশক্তির বর্ণনা করেন। বাংলার বাড়ি থেকে কর্মশ্রী – কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মানুষকে পরিষেবা দিতে নিজেদের তহবিল থেকে কীভাবে খরচ করেছে রাজ্যের সরকার, তা তুলে ধরেন তিনি। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তাঁত শিল্প থেকে আইটি প্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরি করে নিজেদের উন্নয়নের পরিকাঠামো বাংলা নিজেই তৈরি করে নিয়েছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রের সরকার যেখানে স্বাস্থ্য ক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দিয়ে, স্বাস্থ্য সংক্রান্ত বিমাকে বেসরকারি করে দিয়ে যে জনবিরোধী পথে চলেছে, তার বিপরীত চিত্র যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে বাংলা তৈরি করেছে, তার তথ্যও লোকসভায় তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...