Friday, August 22, 2025

বিহারে ‘হ্যাঁ’ বাংলায় ‘না’! বাজেটে বঞ্চনা সত্ত্বেও রাজ্যের সাফল্য তুলে ধরলেন অভিষেক

Date:

Share post:

২০২৫ কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশের সময় আচমকা নির্বাচনমুখি বিহারের জন্য ঢালাও ঘোষণা করে ‘তাক’ লাগিয়ে দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। যেখানে বাজেটের দিকে প্রতি বছর তাকিয়ে থাকে প্রতিটি রাজ্য সেখানে শুধুমাত্র বিহারকে (Bihar) বরাদ্দ দেওয়ায় কেন্দ্রের অর্ধ-যুক্তরাষ্ট্রীয় নীতির তীব্র বিরোধিতা লোকসভায় দাঁড়িয়ে করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে জোটসঙ্গীর বিহারে উদারহস্ত, অন্যদিকে বাংলাকে বঞ্চনার বিরোধিতায় সরব হন সাংসদ। সেই সঙ্গে কেন্দ্রের কোনও পরোয়া না করেই কীভাবে বাংলার সরকার বাংলার মানুষের জন্য উন্নয়নের কাজ করে চলেছেন, তার পরিসংখ্যানও তুলে ধরেন অভিষেক।

মোদি সরকারের বাজেট নীতিতে অর্ধ-যুক্তরাষ্ট্রীয় নীতি ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বলেন, বিহারে (Bihar) জেডিইউ-এর (JDU) ১২ জন সাংসদ, অর্থাৎ বিজেপির (BJP) ১২ সাংসদ রয়েছে। বাংলাতেও বিজেপির ১২ জন সাংসদ। বিহারে বিজেপি ক্ষমতায়, বাংলায় বিজেপির ক্ষমতা নেই। তার জন্য বাংলাকে বঞ্চনা ও বিহারের শ্রীবৃদ্ধি।

যেখানে বিহারকে ঢালাও ঘোষণা, সেখানে প্রতিবেশী বাংলার জন্য কোনও বরাদ্দ নেই বাজেটে। লোকসভায় দাঁড়িয়ে এই বাজেটকে বাংলা-বিরোধী বাজেট বলে দাবি করেন অভিষেক। তিনি পরিসংখ্যান তুলে ধরেন, বিভিন্ন প্রকল্পের খাতে বাংলায় ১.৭ লক্ষ কোটি বকেয়া কেন্দ্রের কাছে। তারপরেও বাজেটে কোনও বরাদ্দ হল না বাংলার জন্য। এটা ইচ্ছাকৃত বঞ্চনা বাংলার প্রতি, বাংলার উন্নয়নের বৃদ্ধির হারকে নিচের দিকে টেনে ধরার জন্য, দাবি অভিষেকের।

যদিও সেখানেই লোকসভায় অভিষেক তথ্য তুলে বাংলার ক্ষমতা ও ইচ্ছাশক্তির বর্ণনা করেন। বাংলার বাড়ি থেকে কর্মশ্রী – কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মানুষকে পরিষেবা দিতে নিজেদের তহবিল থেকে কীভাবে খরচ করেছে রাজ্যের সরকার, তা তুলে ধরেন তিনি। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তাঁত শিল্প থেকে আইটি প্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরি করে নিজেদের উন্নয়নের পরিকাঠামো বাংলা নিজেই তৈরি করে নিয়েছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রের সরকার যেখানে স্বাস্থ্য ক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দিয়ে, স্বাস্থ্য সংক্রান্ত বিমাকে বেসরকারি করে দিয়ে যে জনবিরোধী পথে চলেছে, তার বিপরীত চিত্র যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে বাংলা তৈরি করেছে, তার তথ্যও লোকসভায় তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...