Thursday, August 21, 2025

ফের ডার্বি জয় বাগানের, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে লাল-হলুদকে হারাল ১-০ গোলে

Date:

Share post:

ফের ডার্বির রং সবুজ-মেরুন। এদিন ফের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের জোনাল গ্রুপ স্টেজে লাল-হলুদের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল টংসিনয়ের। তবে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল লাল-হলুদ। পেনাল্টি সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে পেনাল্টি মিস করেন জোসেফ জাস্টিন।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে প্রথমার্ধে কোন দলই গোলের দরজা খুলতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুণ। যার ফলে ম্যাচের ৫৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান । বাগানকে গোল করে এগিয়ে দেন টংসিন। মাঠের ডান দিক থেকে আসা ক্রস জালে জড়িয়ে দেন তিনি। এরপর ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। যদিও দেখা যায় পেনাল্টি নিয়ে রয়েছে বিতর্ক। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সবুজ-মেরুন। যদিও তাতে কর্ণপাত করেননি রেফারি। পেনাল্টির সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। পেনাল্টি মারতে যান ইস্টবেঙ্গল ফুটবলার জোসেফ জাস্টিন। বল বাইরে মারেন তিনি। এই জয়ের ফলে মরশুমে ৯ টি ডার্বি জিতল মোহনবাগান।

গত শনিবার অনুর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৪-২ গোলে হারিয়েছিল মোহনবাগান। গতকাল অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে লাল-হলুদকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল সাগ্নিক কুণ্ডুর।

আরও পড়ুন-কতটা ফিট বুমরাহ, পারবেন খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি ? মুখ খুললেন জাদেজা

 

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...