Monday, November 10, 2025

মোদি-স্বীকৃত ইউটিউবারের অশ্লীল কথা! মুম্বইয়ে দায়ের FIR, সংসদে অভিযোগ

Date:

Share post:

দুর্ধর্ষ ইউটিউবার। ইনফ্লুয়েন্সার হিসাবে স্বীকৃতি পুরস্কার তুলে দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও ভারত মণ্ডপম (Bharat Mandapam) মঞ্চে মোদিকেও অপ্রস্তুত করেছিলেন রণবীর আল্লাবাদিয়া (Ranveer Allahbadia), তা সত্ত্বেও তিনিই দেশের সেরা আধ্য়াত্মিক ইনফ্লুয়েন্সার ছিলেন তিনিই। এবার রিয়ালিটি শো-এর (reality show) মঞ্চে তিনি যে কথা বললেন এক প্রতিযোগীকে, তাতে লজ্জিত গোটা দেশ। ডবল ইঞ্জিন মুম্বই-এর পুলিশ বাধ্য হয়েছে তার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করতে। আবার বিজেপি শাসিত অসমেও (Assam) দায়ের হয়েছে এফআইআর। সেই সঙ্গে শিবসেনা (উদ্ধব শিবির) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi) সংসদে এই ইস্যু তুলে আলোচনার দাবি জানান। তবে সংসদীয় কমিটি এই বিষয়ে কোনও পদক্ষেপ আদৌ নেয় কি না তা দেখার।

এক ইউটিউবারের রিয়ালিটি শো-তে এক প্রতিযোগীকে তাঁর বাবা-মা নিয়ে অশ্লীল প্রশ্ন করেন রণবীর আল্লাবাদিয়া (Ranveer Allahbadia)। সেখানেই তিনি থেমে থাকেননি। অন্য একটি ইউটিউব (Youtube) চ্যানেলের অ্যাঙ্কারকে নকল করতে গিয়ে টাকার বিনিময়ে এমন প্রস্তাব দিয়ে বসেন যা প্রকাশ্যে শোনাও লজ্জাজনক। অথচ সেই সময় সেখানে উপস্থিত অন্যান্য ইউটিউবাররা সেই প্রস্তাবের প্রতিবাদ তো করেননি। তারা রীতিমত হেসে গড়িয়ে পড়েন। ওই ইউটিউব চ্যানেলের কর্ণধার সময় রায়না (Samay Raina) আবার উৎসাহ দেন নতুন দুটি শব্দ জুড়ে। গোটা ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

বাস্তবে এই ইনফ্লুয়েন্সার ২০২৪ সালের মার্চমাসে ভারত মণ্ডপম মঞ্চে বেস্ট ডিসব়্যাপ্টর অফ দ্য ইয়ার (Best Disraptor of the Year) পুরস্কার নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত থেকে জিতে নেন রণবীর। তার পডকাস্টে দেখা যায় কেন্দ্রের একাধিক মন্ত্রী, সচিবদেরও। পুরস্কারের সূত্রেই জনপ্রিয়তা বাড়িয়ে ফেলেন রণবীর। আর সেই অহংকারেই রিয়ালিটি শো-তে (reality show) এসে মুখের লাগাম খুলে দিতেও দ্বিধা করেননি ইউটিউবার। মাথায় যে মোদির (Narendra Modi) হাত ছিল। যদিও এবার তারই বিরুদ্ধে সরব বিজেপি ও শরিকরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ জানান, বাক-স্বাধীনতা প্রয়োজনীয়। তবে এখানে অন্যের স্বাধীনতা খর্ব করে একজনের বাক-স্বাধীনতা প্রকাশ করেছে। প্রত্যেকের একটি সীমা থাকা উচিত। সেই সীমা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রণবীরের পাশাপাশি ইউটিউবার সময় রায়না (Samay Raina) ও অপূর্বা মখিজার (Apoorva Makhija) বিরুদ্ধেও দায়ের হয়েছে এফআইআর (FIR)। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, যিনি সংসদীয় আইটি বিষয়ক দফতরের স্ট্যান্ডিং কমিটির সদস্য, তিনি এই বিষয়টি সংসদে তোলেন। তাঁর স্পষ্ট দাবি, একটি প্ল্যাটফর্ম পেলেই যা খুশি বলার অধিকার পায় না কেউ। এই ইউটিউবারকেই পুরস্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সংসদীয় কমিটি (Parliamentary Committee) রণবীরকে নোটিশ দেওয়া নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। যদিও তার পিঠের পিছনে মোদির যে ছাপ রয়েছে, তার পরে আদৌ কোনও শাস্তি তার হবে কি না, আশঙ্কায় বিরোধীরা।

spot_img

Related articles

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...