শহরে ফের গতির বলি তিনজন। একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকের ছায়া উত্তর ২৪ পরগনার বিরাটিতে। দুর্ঘটনাটি ঘটে এয়ারপোর্ট তিন নম্বর গেটের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর।

রবিবার সন্ধ্যায় বিরাটির দিক থেকে এয়ারপোর্টের দিকে আসছিলেন জয়দীপ দাশগুপ্ত, দীপা দাশগুপ্ত ও তাঁদের কন্যা সৃজনী দাশগুপ্ত। তিনজনেই একটি স্কুটিতে সওয়ার ছিলেন। এয়ারপোর্ট সিটি হোটেলের কাছে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার সামনেই একটি লরি সজোরে পিছন থেকে তাঁদের ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লরির ধাক্কায় তাঁরা ছিটকে পড়েন। চাকার তলায় পিষ্ট হয়ে যান। তিনজনে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। রাতের দিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া লরি চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এবার তার বলি বিরাটির একই পরিবারের তিন সদস্য।

আরও পড়ুন- রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়! ৪-৫ দিন মায়ের মৃতদেহ আগলে রইল ছেলে

_

_

_

_

_

_

_

_