ক্ষমতায় এসেই প্রশাসনের নানা ক্ষেত্রে ব্যয়সংকোচের কথা বলে লাগাতার কর্মী ছাঁটাই করে চলেছেন মার্কিন প্রশাসনের নয়া পদাধিকারী তথা ধনকুবের এলন মাস্ক। তাতে সম্মতি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই দুজনের একনায়কতন্ত্রের জেরে এক সপ্তাহের মধ্যেই আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ক দফতর, শক্তি দফতর, প্রবীণ বিষয়ক দফতর এবং স্বাস্থ্য ও মানবকল্যাণ দফতর থেকে ছাঁটাই হয়েছেন ৯৫০০ কর্মী।

এই বিপুল ছাঁটাইয়ের সিদ্ধান্তে আশঙ্কায় মার্কিন নাগরিকরা। বাড়ছে ক্ষোভ। প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে একজোট হয়ে এবার প্রেসিডেন্টের পরামর্শদাতা এলন মাস্কের বিরুদ্ধে মামলা করার পথে হাঁটল মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি প্রাদেশিক প্রশাসন। এই ১৪টি প্রদেশ হল অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, হাওয়াই, কানেটিকাট, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, নেভাডা, অরেগন, রোড আইল্যান্ড, নিউ মেক্সিকো, ভারমন্ট ও ওয়াশিংটন। প্রাদেশিক প্রশাসনগুলির অভিযোগ, এভাবে ছাঁটাই দেশের সংবিধানের বিরোধী। এই নির্দেশ বাতিল করতে হবে।

আরও পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃত বনগাঁর কাউন্সিলর

–
—

–

—

–

—

–

—

–